News Link: https://dailylalsobujbd.com/news/34Z
মাদারীপুরের শিবচরে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কা লেগে মাওলানা আব্দুর রহমান (৩৭) নামে এক মসজিদের ইমামের মৃত্যু হয়েছে।
সোমবার (১৮আগস্ট) সকালে শিবচর উপজেলার বাঁশকান্দি- শেখপুর আঞ্চলিক সড়কের দক্ষিণ বাঁশকান্দি এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
মাওলানা আব্দুর রহমান একই এলাকার মরহুম আব্দুল হাকিম আলী হাওলাদারের ছেলে। তিনি বাশকান্দি ইউনিয়ন পঞ্চগ্রামের একটি মসজিদে ইমামতি করতেন।
স্থানীয় এলাকাবাসী ও স্বজনরা উদ্ধার করে তাকে শিবচর স্বাস্থ্য কমপ্লেক্সে আনলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্যু ঘোষণা করেন।
শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রফিকুল ইসলাম মৃত্যুর সত্যতা নিশ্চিত করেন।