News Link: https://dailylalsobujbd.com/news/33W
কুমিল্লার তিতাসের দুধঘাটা নূরে মোহাম্মদী (সঃ) দাখিল মাদ্রাসা ও হাফেজিয়া এতিমখানা'র দ্বিতীয় তলার ভবনের শুভ উদ্বোধন করা হয়েছে।
অত্র মাদ্রাসার প্রতিষ্ঠাতা মরহুম আব্দুর রহমানের স্ত্রী আমেনা রহমানের নামে ব্যক্তিগত অর্থায়নে এই দ্বিতীয় তলার ভবনটির শুভ উদ্বোধন করা হয়।
বুধবার (১৩আগষ্ট) দুপুর ১টায় উক্ত উদ্বোধনী অনুষ্ঠানে সংক্ষিপ্ত আলোচনা সভায় অত্র মাদ্রাসা কমিটির সভাপতি সানোয়ার হোসেন সরকারের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. মিজানুর রহমান।
বিশিষ্ট ব্যবসায়ী ও দুধঘাটা কমপ্লেক্সের সভাপতি আলহাজ্ব মোঃ দেলোয়ার হোসেন সরকার ও মজিদপুর ইউনিয়ন ২নং ওয়ার্ড বিএনপি'র সাধারণ সম্পাদক মোহাম্মদ জসিম হুজুরের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সাবেক মোহাম্মদ সাইদুল মেম্বার, বাটেরার গ্রামের কৃতি সন্তান মালয়েশিয়া প্রবাসী মোঃ মতিন, মজিদপুর ইউনিয়ন ২নং ওয়ার্ডে বিএনপির সভাপতি মোঃ মোস্তাক আহমেদ, অত্র মাদ্রাসার সুপার মাওলানা ইব্রাহিম খলিল, বিএনপি নেতা মোঃ জামাল মিয়া, মজিদপুর ইউনিয়ন ১নং ওয়ার্ড বিএনপি'র সাংগঠনিক সম্পাদক মোঃ খবির হোসেন প্রমুখ।
এছাড়াও প্রতিষ্ঠানটির শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবকগনসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
পরে আমন্ত্রিত অতিথিরা ফিতা কেটে দোয়া মোনাজাত পাঠের মধ্যে দিয়ে উক্ত প্রতিষ্ঠানের ২য় তলার ভবনটির শুভ উদ্বোধন করেন।