News Link: https://dailylalsobujbd.com/news/33G
মাদারীপুরের শিবচরে ঢাকা রেঞ্জের ডিআইজি রেজাউল করিম মল্লিক বলেছেন, '"মাদক ও সন্ত্রাস নির্মূলে সরকার এবং পুলিশ প্রশাসন জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছে। নিয়মিত অভিযান চলছে, এবং এই কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।"
বুধবার (১৩ আগস্ট) সকালের শিবচরের নন্দকুমার মডেল ইনস্টিটিউশন পরিদর্শনকালে তিনি ছাত্র-ছাত্রীদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন।
এর আগে তিনি সংক্ষিপ্ত সফরে শিবচর থানা পরিদর্শন করেন । থানায় পৌছালে মাদারীপুরের পুলিশ সুপার মোঃ নাইমুল হাসান তাঁকে ফুল দিয়ে বরণ করে নেন । পরে থানার অফিসার ইনচার্জ রকিবুল ইসলামের নেতৃত্বে পুলিশের একটি সুসজ্জিত চৌকস দল তাঁকে গাড অব অনার প্রধান করেন।
পরিদর্শনকালে ডিআইজি থানার গুরুত্বপূর্ণ রেজিস্টারপত্র পরীক্ষা করেন এবং অফিসার ও ফোর্সদের কার্যক্রম পর্যবেক্ষণ করেন। তিনি মালখানা, হাজতখানা ও সরকারি অস্ত্রাগার ঘূরে দেখেন এবং সরকারি সম্পদের সঠিক ব্যবহার ও সংরক্ষণে প্রয়োজনীয় নির্দেশনা দেন।
এছাড়া তিনি নারী, শিশু, বয়স্ক ও প্রতিবন্ধী সার্ভিস ডেস্ক পরিদর্শন করে আগত সেবা প্রার্থীদের মানসম্মত সেবার নিশ্চিত করতে সংশ্লিষ্টদের নির্দেশনা দেন। এ সময় তিনি থানায় একটি মাল্টা গাছের চারা রোপণ করেন।
পরে ডিআইজি শিবচর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং শিবচর নন্দকুমার মডেল ইনস্টিটিউশন পরিদর্শন করেন । জেলা পুলিশের উর্ধ্বতন কর্মকর্তা ও থানা পুলিশের সদস্যরা তাঁর সঙ্গে ছিলেন।