News Link: https://dailylalsobujbd.com/news/32Q
বোয়ালখালীতে চট্টগ্রাম এভারকেয়ার হাসপাতাল এর সহায়তায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বেসিক লাইফ সাপোর্ট প্রশিক্ষণের আয়োজন করা হয়েছে।
মঙ্গলবার (২৯ জুলাই) উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ জাফরিন জাহেদ জিতি জানান মুমূর্ষ রোগীর জন্য "সেকেন্ড মানে জীবন" জরুরি আহত রোগীর প্রাথমিক চিকিৎসায় অনেক সময় প্রতিটি সেকেন্ড গুরুত্ব বহন করে। এর প্রেক্ষিতে বোয়ালখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসা সেবা উন্নীতকরণের গুরুত্বপূর্ণ ধাপ হিসেবে আমরা আজ সকল কনসালটেন্ট, মেডিকেল অফিসার, নার্স ও স্যাকমোদের নিয়ে এভারকেয়ার হাসপাতাল, চট্টগ্রাম এর সহায়তায় আয়োজন করেছি বেসিক লাইফ সাপোর্ট প্রশিক্ষণ।
যাতে মুমূর্ষ রোগী রেফার করা লাগলেও যেন জীবন বাঁচানোর উপযোগী করে বাঁচানো যায়, সেটুকু নিশ্চিত করতে আজ ক্লাস নিয়েছেন ডা. রিভুরাজ চক্রবর্তী, কনসালটেন্ট, জেনারেল সার্জারি - যিনি জীবনের বেশিরভাগ সময় চেষ্টা করে গিয়েছেন হাসপাতালগুলোতে ওয়ান স্টপ ইমার্জেন্সি ম্যানেজমেন্ট চালু করতে।
বোয়ালখালী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. জাফরিন জাহেদ জিতি আরও জানান আমাদের পরিকল্পনা রয়েছে আমাদের ডাক্তার, নার্সদের নিয়ে পর্যায়ক্রমে আরও বড় পরিসরে আরো ডিটেলস এ ট্রেনিংটি বিভিন্ন ধাপে চলমান রেখে হাসপাতালের জরুরি বিভাগকে উন্নত করা।