News Link: https://dailylalsobujbd.com/news/32O
গাজীপুরে দৈনিক প্রতিদিনের কাগজ পত্রিকার গাজীপুর স্টাব রিপোর্টার সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে প্রকাশ্যে কুপিয়ে হত্যার ঘটনায় দোষীদের অবিলম্বে গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে রবিবার ১০ টায় শিবচর প্রেসক্লাবের উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (১০আগস্ট) সকাল ১০টায় শিবচর শ্যামলীর মোড় গোল চত্বরে অনুষ্ঠিত এ মানববন্ধনে প্রেসক্লাবের সভাপতি, সাধারণ সম্পাদকসহ স্থানীয় সাংবাদিকরা অংশ নেন। মানববন্ধন চলাকালে প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি শাখাওয়াত হোসেন মোল্লা, দৈনিক জনতা, শিবচর উপজেলা প্রতিনিধি,ও দৈনিক জনতার খবরের, মাদারীপুর জেলা প্রতিনিধি বলেন, সাংবাদিকদের উপর নির্যাতন ও হত্যার ঘটনা উদ্বেগজনক হারে বৃদ্ধি পাচ্ছে। সাংবাদিকরা পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে প্রাণ হারাচ্ছেন, যা একটি স্বাধীন ও গণতান্ত্রিক রাষ্ট্রের জন্য লজ্জাজনক।
শিবচর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আবুল খায়ের খান, বিজয় টিভি জেলা প্রতিনিধি বলেন, সাংবাদিক নির্যাতন ও হত্যা বন্ধ করতে হবে। যদি সত্য উদ্ঘাটনে কলম ধরলে জবাই হতে হয়, তাহলে বুঝতে হবে অন্ধের দেশে আয়না বিক্রি করার চেষ্টা করছেন। রাষ্ট্রের প্রতিটি মহল থেকে সাংবাদিক হত্যার বিচার নিশ্চিত করতে হবে।
আজকের দপনের মাদারীপুর জেলা প্রতিনিধি মীর এমরান বলেন, চাঁদাবাজির ভিডিও ধারণ করতে গিয়ে দিবালোকে তুহিনকে নির্মমভাবে কুপিয়ে হত্যা করেছে একদল সন্ত্রাসী, চাঁদাবাজ। এ ঘটনার সঙ্গে জড়িতদের সবাইকে আইনের আওতায় আনতে হবে।
শিবচর প্রেসক্লাবের সহ-সভাপতি আহসান হাবীব শাহিন নয়া দিগন্ত শিবচর উপজেলা প্রতিনিধি বলেন, দিবালোকে বাংলাদেশে একজন সাংবাদিককে যেভাবে হত্যা করা হয়েছে, তা সভ্য সমাজে অকল্পনীয়। হত্যাকাণ্ডে জড়িত কয়েকজনকে গ্রেফতার করা হলেও এখনও অনেকেই পলাতক রয়েছে। অবিলম্বে সকল আসামিকে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন মোঃ রাশেদুল ইসলাম রাসেল, দৈনিক ইনকিলাব শিবচর উপজেলা প্রতিনিধি, মোঃ সরোয়ার হোসেন, দৈনিক আমার দেশ, মোঃ দেলোয়ার হোসেন, দৈনিক কালের কন্ঠ, বি এম হায়দার আলী, দৈনিক মানবজমিন, সাইদুর রহমান, মতিউর রহমান, দৈনিক দিনকাল, রুবেল মোড়ল, এশিয়ান টিভি, এছাড়া বিভিন্ন প্রিন্ট, ইলেকট্রনিক ও মিড়িয়ার সংবাদকর্মী উপস্থিত ছিলেন।
বক্তারা আরও বলেন, সাংবাদিক হত্যা ও নির্যাতনের ঘটনায় বিচারহীনতার সংস্কৃতি বন্ধ না হলে গণমাধ্যম কর্মীদের নিরাপত্তা নিশ্চিত হবে না। তাই দ্রুত সময়ের মধ্যে এই হত্যাকাণ্ডের বিচার সম্পন্ন করার দাবি জানানো হয়।