News Link: https://dailylalsobujbd.com/news/32A
চাঁদাবাজীর লাইভ করাকে কেন্দ্র করে রাজধানীর গাজীপুরে দৈনিক প্রতিদিনের কাগজ পত্রিকার স্টাফ রিপোর্টার মো. আসাদুজ্জামান তুহিনকে নৃশংস ভাবে কুপিয়ে হত্যার ঘটনায় প্রতিবাদ ও সাংবাদিকদের পেশাগত রাষ্ট্রীয় নিরাপত্তা নিশ্চিতের দাবিতে মানববন্ধন করেছে কুমিল্লা জেলার তিতাস উপজেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট মিডিয়ার সাংবাদিকরা।
শনিবার (৯আগষ্ট) সাড়ে ১১টায় উপজেলা পরিষদ সংলগ্ন গৌরিপুর-হোমনা আঞ্চলিক সড়কের ওপর এই প্রতিবাদ সভা ও মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে উপস্থিত সাংবাদিক বক্তারা বলেন, সাংবাদিকদের উপর হামলা, মামলা, খুন, গুম এসব এখন নিত্যদিনের ঘটনা হয়ে দাঁড়িয়েছে। কিন্তু অধিকাংশ ক্ষেত্রেই সঠিক বিচার হয় না। তুহিন হত্যার সাথে জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। পাশাপাশি সারাদেশে সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে, যাতে আর কোনো পরিবার প্রিয়জন হারানোর বেদনা না পায়। আর কোনো সাংবাদিকের সন্তান এতিম না হয়। সাংবাদিকরা গণমানুষের কণ্ঠস্বর তুলে ধরেন। অথচ তাদেরকেই বারবার আক্রমণের শিকার হতে হচ্ছে। এজন্য সরকারকে কঠোর পদক্ষেপ নিতে হবে।
এসময় দৈনিক যুগান্তর পত্রিকার উত্তর প্রতিনিধি মো. কবির হোসেন, সংবাদ পত্রিকার হোমনা-তিতাস উপজেলা প্রতিনিধি মো. আবুল কাশেম, ইনকিলাব পত্রিকার তিতাস প্রতিনিধি মো. আসলাম, ভোরের কাগজ পত্রিকার তিতাস প্রতিনিধি মো. হালিম সৈকত, আমার বার্তা পত্রিকার তিতাস প্রতিনিধি আলমগীর হোসেন, ইত্তেফাক পত্রিকার তিতাস প্রতিনিধি নাজমুল করিম ফারুক, নিরপেক্ষ পত্রিকার তিতাস প্রতিনিধি শামসুদ্দিন আহমেদ সাগর, আমার সংবাদ পত্রিকার তিতাস প্রতিনিধি এস এ ডিউক ভূঁইয়া, বাংলাদেশ সমাচার পত্রিকার তিতাস সংবাদদাতা মো. সাকিব হোসেইন, সংগ্রাম পত্রিকার তিতাস সংবাদদাতা তৌফিকুল ইসলাম, জনতা পত্রিকার তিতাস প্রতিনিধি মো. আব্দুল আজিজ, কালের কন্ঠ পত্রিকার তিতাস প্রতিনিধি তাসীন তিহামী, দিন প্রতিদিন পত্রিকার তিতাস প্রতিনিধি জহিরুল ইসলাম পাশা, ভোরের কলাম পত্রিকার তিতাস প্রতিনিধি মো. বিল্লাল মোল্লা, একুশে সংবাদ পত্রিকার তিতাস প্রতিনিধি আব্দুর রহিম। শিক্ষা বার্তা পত্রিকার তিতাস প্রতিনিধি শাহাজামান শুভ, আলোকিত বাংলাদেশ পত্রিকার তিতাস প্রতিনিধি তাজুল ইসলাম, দেশ বার্তা পত্রিকার তিতাস প্রতিনিধি মো. হানিফ খান, বাংলাদেশ খবর প্রতিদিন পত্রিকার তিতাস প্রতিনিধি এস আর সঞ্জয় রাজ।
এছাড়াও সাংবাদিক তুহিন হত্যাকাণ্ডের ন্যায়বিচার না হলে সারাদেশের সাংবাদিক সমাজ আরও কঠোর আন্দোলনে যেতে বাধ্য হবে বলেও হুশিয়ারি দেন মানববন্ধনে উপস্থিত সাংবাদিকগন।