News Link: https://dailylalsobujbd.com/news/31I
চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ও মিরসরাই উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান নুরুল আমিন চেয়ারম্যান দলীয় ঐক্যের আহ্বান জানিয়েছেন। "জুলাই-আগস্ট গণঅভ্যুত্থান, শোক ও বিজয়ের বর্ষপূর্তি" উপলক্ষে যুবদলের উদ্যোগে আয়োজিত যুব সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই আহ্বান জানান।
এরআগে, মঙ্গলবার (৫ আগস্ট) বিকেলে মিরসরাই থানা, জোরারগঞ্জ থানা, মিরসরাই পৌরসভা ও বারইয়ারহাট পৌরসভা যুবদলের উদ্যোগে উপজেলার বড়তাকিয়া বাজার থেকে শুরু করে একটি র্যালী উপজেলা সদরে এসে শেষ হয়।
তিনি বলেন, “নমিনেশন প্রদানের একমাত্র এখতিয়ার তারেক রহমানের। তিনি যাকে নমিনেশন দিবেন, আমরা সবাই ঐক্যবদ্ধভাবে তার পাশে থাকবো। অতীতে অনেক কিছু হয়েছে। চলুন, সব ভুলে ঐক্যবদ্ধভাবে বিএনপিকে শক্তিশালী করি।”
নুরুল আমিন আরও বলেন, “আপনাদের কাছে উদাত্ত আহ্বান জানাই—আসুন, এক টেবিলে বসে আলোচনার মাধ্যমে সব বিভেদ ভুলে একসঙ্গে পথ চলি। যদি আমাদের কোনো ভুল হয়ে থাকে, সেটা সংশোধন করে নেব। বিএনপির মধ্যে কোনো বিভাজন চাই না। আমরা সবাই ভাই ভাই।”
এদিন বিকেলে মিরসরাইয়ের বড়তাকিয়া বাজার থেকে শুরু হয়ে উপজেলা সদরে এসে শেষ হওয়া প্রায় ৩ কিলোমিটার দীর্ঘ র্যালিতে অংশগ্রহণ করে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কজুড়ে ব্যাপক উৎসাহ-উদ্দীপনার সৃষ্টি হয়। র্যালি শেষে যুবদলের উদ্যোগে যুব সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে সভাপতিত্ব করেন যুবদল নেতা মোজাম্মেল হোসেন রানা এবং পরিচালনা করেন এস এম সুমন। এতে আরও উপস্থিত ছিলেন— উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব গাজী নিজাম উদ্দিন, বারইয়ারহাট পৌরসভা বিএনপির সাবেক সভাপতি দিদারুল আলম মিয়াজী, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. আলমগীর, মীরসরাই পৌরসভা বিএনপির সাবেক আহ্বায়ক মো. মহি উদ্দিন, সাবেক সদস্য সচিব মো. জাহেদ হোসাইন, উপজেলা যুবদলের সাবেক আহ্বায়ক শাহিনুল ইসলাম স্বপন, বারইয়ারহাট পৌরসভা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক নজরুল ইসলাম লিটন, বিএনপি নেতা কামরান সরোয়ার্দী, মেজবাউল হক মানিক, মোশারফ হোসেন লাভলু চৌধুরী, নুরুল আলম মেম্বার, মনজুরুল হক মঞ্জু, রফিকুল ইসলাম, আজিজুল হক মেম্বার, মাজহারুল ইসলাম চৌধুরী এবং মোজাম্মেল হোসেন।