News Link: https://dailylalsobujbd.com/news/31s
কক্সবাজারে এসেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) পাঁচ নেতা হাসনাত আবদুল্লাহ, সারজিস আলম, ডা. তাসনিম জারা, খালেদ সাইফুল্লাহ ও নাসিরউদ্দীন পাটোয়ারী। তারা হোটেল সি পার্লে অবস্থান করছেন। তবে সাবেক মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসের সঙ্গে বৈঠক অনুষ্ঠিত হয়েছে কি না, তা নিশ্চিত করা যায়নি।
কক্সবাজারের পুলিশ সুপার সাইফুদ্দীন শাহীন এই তথ্য জানিয়েছেন।
আজ মঙ্গলবার (৫ আগস্ট) ১১টা ২৫ মিনিটে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইটযোগে এনসিপির কেন্দ্রীয় নেতারা ঢাকা থেকে কক্সবাজার বিমানবন্দরে নামেন এবং ১২টা ৪০ মিনিটের দিকে হোটেল সি পার্লে ওঠেন বলে পুলিশ জানিয়েছে।
উক্ত হোটেলে সাবেক মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসের সঙ্গে বৈঠকের গুঞ্জন শোনা যায়। তবে বিষয়টি হোটেল কর্তৃপক্ষ অস্বীকার করেছে।
বৈঠকের বিষয়টিকে গুজব বলে দাবি করেছেন এনসিপির মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দীন পাটোয়ারী। সংবাদমাধ্যমকে তিনি বলেন, ‘এটা সম্পূর্ণ গুজব। আমরা এখানে ঘুরতে এসেছিলাম। হোটেলে চেকইন করে এরকম একটা নিউজ দেখতে পেলাম। এটা সম্পূর্ণ গুজব। এরকম কিছুই না। আমরা জাস্ট ঘুরতে এসেছিলাম।’