News Link: https://dailylalsobujbd.com/news/30v
মাদারীপুর জেলার শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আজহার আলীকে প্রত্যাহার করা হয়েছে।
শুক্রবার (১আগস্ট ) রাতে জরুরী এক চিঠিতে তাকে প্রত্যাহার করে জেলা পুলিশ লাইনে সংযুক্ত করা হয়।
সূত্র জানায়,মোঃ আজহার আলী গত ৯ জুলাই শিবচর থানার ওসি হিসেবে যোগদান করেন। শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে যোগদানের মাত্র ২২ দিনের মাথায় শুক্রবার রাতে তাকে প্রত্যাহার করা হয়।
তবে সুনির্দিষ্ট কোন অভিযোগের ভিত্তিতে তাকে সরিয়ে দেওয়া হয়েছে, তা নিশ্চিত হওয়া যায়নি।
মাদারীপুরের পুলিশ সুপার মোঃ নাঈমুল নাজমুল হাসান বলেন, প্রশাসনিক কারণে শিবচর থানার ওসিকে প্রত্যাহার করে জেলা পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে,।