News Link: https://dailylalsobujbd.com/news/30r
চট্টগ্রাম রেল স্টেশনে বিক্ষোভ করেছেন কক্সবাজারগামী প্রবাল এক্সপ্রেস ট্রেনের যাত্রীরা। স্টেশন মাস্টারের রুমের সামনে ভাঙচুর করেন বিক্ষুব্ধ যাত্রীরা। চট্টগ্রাম থেকে কক্সবাজারগামী প্রবাল এক্সপ্রেস ট্রেনের যাত্রা বাতিল করায় শুক্রবার (১ আগস্ট) সন্ধ্যা ৬টায় এ ঘটনা ঘটে।
রেলওয়ে সূত্র জানায়, চট্টগ্রাম স্টেশন থেকে প্রবাল এক্সপ্রেস ট্রেন বিকাল ৩টা ১০ মিনিটে কক্সবাজারের উদ্দেশে ছেড়ে যাওয়ার কথা ছিল। কিন্তু সে ট্রেন কক্সবাজার থেকে চট্টগ্রাম স্টেশনে এসে পৌঁছায় বিকাল ৫টার পর। এরপর এই ট্রেন প্রবাল এক্সপ্রেস হয়ে কক্সবাজারে যায়। কিন্তু নির্ধারিত সময়ের অনেক দেরিতে আসায় কক্সবাজারগামী প্রবাল এক্সপ্রেস ট্রেনের যাত্রা বাতিলের সিদ্ধান্ত নেয় রেলওয়ে কর্তৃপক্ষ।
যাত্রীরা দীর্ঘ অপেক্ষার পর প্রবাল এক্সপ্রেস ট্রেনের যাত্রা বাতিল করায় স্টেশন ম্যানেজার ও মাস্টারের রুমের সামনে গিয়ে ক্ষোভ প্রকাশ করেন যাত্রীরা। এ সময় যাত্রীরা বিভিন্ন ধরনের স্লোগান দেন।
তারা অভিযোগ করেন, ট্রেন ছাড়বে বলে বারবার সময় বদলানো হলেও অবশেষে বাতিল করা হয়-কিন্তু টিকিটের টাকা ফেরতের ব্যবস্থা নেয়নি কর্তৃপক্ষ।
রেলের কর্মকর্তারা জানান, সকালে চট্টগ্রাম থেকে কক্সবাজারগামী সৈকত এক্সপ্রেসের নির্ধারিত আসনের চেয়ে ৩০টি আসন বেশি বিক্রি করা হয় অনলাইনে, যা সকালে ট্রেন ছাড়ার আগমুহূর্তে ধরা পড়ে। পরে নতুন করে কোচ লাগাতে হয়। এতে এক ঘণ্টা ১৫ মিনিট দেরিতে সকাল সাড়ে ৭টায় ছাড়ে। এই ট্রেন কক্সবাজার থেকে প্রবাল এক্সপ্রেস হয়ে ফিরে আসার কথা ছিল দুপুর ২টা ১০ মিনিটে। কিন্তু চট্টগ্রাম থেকে যাত্রায় বিলম্ব হওয়ায় সময়সূচি গড়বড় হয়ে যায়।
রেলওয়ে পূর্বাঞ্চলের বিভাগীয় পরিবহন কর্মকর্তা আনিসুর রহমান বলেন, ‘অনিবার্য কারণে কক্সবাজারগামী প্রবাল এক্সপ্রেস ট্রেনের যাত্রা বাতিল করতে হয়েছে। এতে অনেক যাত্রী ফিরে গেলেও কিছু যাত্রী বিশৃঙ্খলা তৈরি করেন। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়।’