News Link: https://dailylalsobujbd.com/news/2ZY
হাইওয়ে নিরাপত্তা এবং সড়ক দুর্ঘটনা প্রতিরোধে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এটিবি ইয়ুথ ফাউন্ডেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মাসুম পারভেজ ও হাইওয়ে রংপুর রিজিওনের পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম এক সৌজন্য সাক্ষাতে মিলিত হন।
আলোচনায় মহাসড়কে যানবাহনের শৃঙ্খলিত চলাচল, ট্রাফিক নিয়মের কার্যকর বাস্তবায়ন এবং বিশেষ করে মোটরসাইকেল দুর্ঘটনা প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির বিষয়ে গুরুত্বারোপ করা হয়।
পুলিশ সুপার তারিকুল ইসলাম বলেন, “হাইওয়েতে প্রতিদিন অসংখ্য যানবাহন চলাচল করে, যেখানে সুশৃঙ্খলতা ও সচেতনতার অভাবই বড় দুর্ঘটনার কারণ। আমরা চাই, সামাজিক সংগঠনগুলো আমাদের পাশে দাঁড়াক। সম্মিলিত প্রচেষ্টাই পারে সড়ককে নিরাপদ করতে।”
এটিবি ইয়ুথ ফাউন্ডেশনের সিইও মাসুম পারভেজ বলেন, “সড়ক নিরাপত্তা নিয়ে আমাদের তরুণদের মাঝে অনেক কাজ করার সুযোগ আছে। বিশেষ করে মোটরসাইকেল চালকদের মাঝে হেলমেট ব্যবহারের অভ্যাস এবং ট্রাফিক নিয়ম সম্পর্কে সচেতনতা তৈরির জন্য আমরা মাঠে কাজ করছি।”
সাক্ষাৎ শেষে উভয় পক্ষ ভবিষ্যতে একসঙ্গে সচেতনতামূলক কার্যক্রম বাস্তবায়নের আশাবাদ ব্যক্ত করেন।
এই বৈঠক হাইওয়ে নিরাপত্তা ও সামাজিক উদ্যোগের মধ্যে একটি ইতিবাচক সংযোগ গড়ে তুলেছে, যা ভবিষ্যতে সড়ক দুর্ঘটনা হ্রাসে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।