News Link: https://dailylalsobujbd.com/news/2Zp
ঢাকার মাইলস্টোন স্কুল এন্ড কলেজ ট্রাজেডিতে নিহতদের স্মরণে ও আহতদের দ্রুত আরোগ্য কামনায় বাংলাদেশ যুব ঐক্য পরিষদ চট্টগ্রাম দক্ষিণ জেলার উদ্যোগে কেন্দ্রীয় ঘোষিত মোমবাতি প্রজ্জ্বলন ও প্রার্থনা সভা চট্টগ্রাম মহানগরীস্হ হরি মন্দিরে অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার সন্ধ্যায় অনুষ্ঠিত প্রার্থনা সভায় সভাপতিত্ব করেন, যুব ঐক্য পরিষদ চট্টগ্রাম দক্ষিণ জেলার সভাপতি এ্যাড.সুমন সরকার।
সংগঠনের সাধারণ সম্পাদক গৌতম দাশের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ চট্টগ্রাম দক্ষিণ জেলার যুগ্ম সম্পাদক সাগর মিএ,প্রণব দাশগুপ্ত,সাজীব বৈদ্য,হরিপদ চৌধুরী বাবুল, কল্লোল সেন, দিলীপ সেন দীপু, রুপক শীল, অনুপ দাশ, নারায়ন বোস, মাষ্টার সমীর দাশ, যুব ঐক্য পরিষদের মান্তু মিএ, যুগ্ম সম্পাদক টিটু চৌধুরী রাজ, সাংগঠনিক সম্পাদক সজীব দত্ত সৌরভ, উৎপল চৌধুরী মিঠু, রনি বল, প্রবীর দাশ সুমন, পলাশ মিএ, ইন্জি.ইমন দত্ত, এ্যাড.পংক্জ দেবনাথ,শ্রীমান দাশ জুয়েল, তপন দত্ত, সুজন দে, শাপলু মিএ, রুবেল সর্দ্দার ,নীলেশ বৈদ্য, রাজন মিএ, এ্যাড. সত্যাজিৎ মজুমদার, রন বসু, সবুজ চৌধুরী ও আকাশ চৌধুরী প্রমুখ।