News Link: https://dailylalsobujbd.com/news/2Zc
শিবচরে জুলাই পুনর্জাগরণে সমাজ গঠনে লাখো কণ্ঠে শপথ পাঠ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৬ জুলাই) সকালে শিবচর উপজেলা পরিষদ সভাকক্ষে আলোচনা সভা ও শপথ পাঠ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন শিবচর উপজেলা নির্বাহী কর্মকর্তা পারভীন খানম ।
উপজেলা প্রসাশন, উপজেলা সমাজসেবা কার্যালয় ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের যৌথ আয়োজনে আলোচনা সভা ও শপথ পাঠ অনুষ্ঠিত হয়েছে। এতে উপজেলা সমাজসেবা কার্যালয় ও উপজেলা মহিলা বিষয়ক কার্যালয়ের অধীনে বিভিন্ন নারী সংগঠন ও ক্লাবগুলোর নেতৃবৃন্দসহ শহীদ পরিবার ও আহত পরিবারের সদস্যগণ অংশ নেয়।
প্রধান অতিথি উপজেলা নির্বাহী কর্মকর্তা পারভীন খানম জুলাই শহীদদের প্রতি এক মিনিট নীরবতা পালনের মধ্যে দিয়ে উপস্থিত সকলকে ধন্যবাদ জানিয়ে বলেন, নারী উন্নয়নে দেশ সামনের দিকে এগিয়ে যাচ্ছে । সংসারে মা,বোন কঠোর পরিশ্রম করে সংসার সুখ,শান্তি বয়ে আনে, তেমনি নারীর সঠিক সিদ্ধান্ত ও তার ক্ষমতায়নে দেশ এগিয়ে যাবে।
তিনি আরো বলেন নারীদের ক্ষমতায়নে সরকার অনেক উদ্যোগ গ্রহন করেছে। নারীর স্বাধীনতা সংসারে থাকতে হবে। সংসারে বৈষম্য থাকতে পারে না। বৈষম্য না থাকলে সংসারে সুখ শান্তি ফিরে আসবে। বাল্য বিবাহ চলবে না, বাল্য বিবাহের জন্য মায়েরাই দায়ী। অল্প বয়সে ছেলে- মেয়েরা ভুল সিদ্ধান্ত নিতে পারে, এর জন্য পিতা-মাতাকে সজাগ থাকার অনুরোধ করেন।
পিতা মাতা সচেতন হলে ছেলে-মেয়েরা বিপদে পরবে না। পরিশেষে তিনি বলেন, সংসার সুখী হলে, সুখী হবে সমাজ, এমনি করে এই সুখ রাষ্ট্রের সুখ এনে দিবে বলে জানান। আলোচনা সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও পৌর প্রশাসক, শাইখা সুলতানা, উপজেলা সমাজ সেবা কর্মকর্তা মো: শিহাব খান, মহিলা বিষয়ক কর্মকর্তা পূর্ণিমা রাণী শীল, শিবচর প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি শাখাওয়াত হোসেন মোল্লা প্রমুখ।