News Link: https://dailylalsobujbd.com/news/2YS
ফরিদপুরের আলফাডাঙ্গায় নিজ গ্রামে রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান দুর্ঘটনায় নিহত শিক্ষার্থী রাইসা মনির দাফন সম্পন্ন হয়েছে।
শুক্রবার (২৫ জুলাই) সকাল ৯ ঘটিকায় উপজেলার গোপালপুর ইউনিয়নের বাজড়া গ্রামে ঈদগাহ মাঠে রাইসার জানাজা অনুষ্ঠিত হয়। এতে স্থানীয় প্রশাসন, সেনাবাহিনীর টিমসহ নানা শ্রেণি পেশার মানুষ অংশ নেন। জানাজা শেষে বাজড়া শামসুল উলুম মাদ্রাসা ও এতিমখানা ময়দানে গোরস্থানে তাকে দাফন সম্পূর্ণ করা হয়।
পারিবারিক সূত্রে জানা গেছে, রাইসা মনির পিতা মোঃ শাহাবুল শেখ ব্যবসার সুবাদে ঢাকার মিরপুরে পরিবার নিয়ে বসবাস করতেন । ৩ সন্তানদের মধ্যে রাইসা মেঝো। সে রাজধানীর মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের তৃতীয় শ্রেণির ছাত্রী ছিল।
দূর্ঘটনার পর নিখোঁজ ছিল রাইসা মনি, ১দিন পর ঢাকা সিএমএইসএ তার মৃতদেহ শনাক্ত করে পিতা শাহাবুল ইসলাম। কিন্তু তার শরীরে ৮০% পুড়ে যাওয়ায় শনাক্ত করার পরেও শতভাগ নিশ্চিত হতে ডিএনএ টেস্ট করে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। পুলিশের ফরেনসিক ডিএনএ ল্যাবে মোট ১১ জনের নমুনা সংগ্রহ করে ৫ জনের পরিচয় শনাক্ত করা হয়। এর মধ্যে রয়েছে তৃতীয় শ্রেণির ছাত্রী রাইসা মনি।
রাইসা মনির মৃতদেহ গ্রামের বাড়িতে পৌঁছালে এলাকায় শোকের ছায়া নেমে আসে। তার অকাল মৃত্যুতে বাকরুদ্ধ পরিবার ও স্বজনরাও।