News Link: https://dailylalsobujbd.com/news/2Yz
মাদারীপুরের শিবচর উপজেলার মাইক্রোবাস, কাভার্ডভ্যান, ও বাসের সংঘর্ষে দুইজন নিহত। এ ঘটনায় আহত হয়েছেন আরো চারজন।শিবচরে ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ে ঢাকাগামী লেনে এ ঘটনা ঘটে। বৃহস্পতিবার (২৪ জুলাই) ভোরে শিবচর উপজেলা পদ্মা রেলওয়ে স্টেশন সংলগ্ন, কুতুবপুর সীমানা নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- ফরিদপুরের সালথা থানার রামচন্দ্রপুর গ্রামের ধলা বিশ্বাসের ছেলে মাসুদ বিশ্বাস (৫৫) এবং একই এলাকার মামুন বিশ্বাসের স্ত্রী ফিরোজা বেগম (২৬)। আহতদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ভোর রাতে কুতুবপুর ইউনিয়নের নিকটবর্তী পদ্মা রেলওয়ে স্টেশন সংলগ্ন ভাঙ্গা হতে ঢাকাগামী হাইওয়ে এক্সপ্রেসওয়ের ঢাকামুখী লেনে খান সন্স টেক্সটাইলের একটি কাভার্ডভ্যান দাঁড়িয়ে ছিল।
এ সময় একটি মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে কাভার্ডভ্যানকে পেছন থেকে ধাক্কা দিয়ে দুমড়ে- মুচড়ে যায়। একই সময় ঢাকাগামী পূর্বাসা পরিবহনের একটি বাস মাইক্রোবাসের পেছনে ধাক্কা দেয়। এতে মাইক্রোবাসের দুই যাত্রী ঘটনাস্থলেই মারা যান। এ সময় অন্তত চারজন গুরুতর আহত হন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে শিবচর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহিরুল ইসলাম বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে দুর্ঘটনাকবলিত গাড়ি উদ্ধার করে শিবচর হাইওয়ে থানায় নিয়ে এসেছে। আহতদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ব্যাপারে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।