News Link: https://dailylalsobujbd.com/news/2Yn
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বোয়ালখালী উপজেলার ধলঘাট-আহলা মিলন সংঘের উদ্যোগে শ্রী শ্রী জয়কালী বিগ্রহ মন্দির প্রাঙ্গণে গত ১১ (জুলাই) মন্দির কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকের উপস্থিতিতে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
বোয়ালখালী উপজেলার শ্রী শ্রী জয়কালী বিগ্রহ মন্দিরে সভায় সভাপতিত্ব করেন ধলঘাট-আহলা মিলন সংঘের স্থায়ী কমিটির সভাপতি শিব প্রসাদ দাশ’র সঞ্চালনায় শারদীয় দুর্গাপূজা উদযাপন পরিষদ ২০২৫ এর কমিটি গঠন করা হয়।
সভায় সর্বসম্মতিক্রমে মাইকেল দত্ত’কে সভাপতি ও নয়ন কান্তি দে’ কে সাধারণ সম্পাদক করে ২৫ সদস্য বিশিষ্ট ধলঘাট- আহলা মিলন সংঘ সার্বজনীন দুর্গাপূজা উদযাপন পরিষদের কমিটি গঠন করা হয়। উক্ত সভায় বিগত উৎসবের আয়-ব্যয় হিসাব, মন্দিরের চলমান নির্মান কাজ ও বিভিন্ন বিষয় সমূহ উপস্থাপন করা হয়।
উপস্থিত ছিলেন মন্দির স্থায়ী কমিটির সভাপতি শিব প্রসাদ দাশ ও সাধারণ সম্পাদক সুমন দে। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন- চিত্তরঞ্জন চৌধুরী, ভজন দে, অনুপম চক্রবর্তী, সজল দে, অনিমেষ বিশ্বাস (বাসু) প্রমুখ।