News Link: https://dailylalsobujbd.com/news/2Y8
রাজধানীর উত্তরার মাইলস্টোন স্কুল এন্ড কলেজে বিমান বিধ্বস্তের ঘটনায় নিহতদের আত্মার মাগফিরাত ও আহতদের সুস্থতা কামনায় তিতাস উপজেলা বিএনপির উদ্যোগে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২২ জুলাই) বেলা ১২টায় উপজেলার গাজীপুরস্থ তিতাস ভবনে এই দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।
মিলাদ মাহফিলের পূর্বে সংক্ষিপ্ত আলোচনা সভায় তিতাস উপজেলা বিএনপির সভাপতি ওসমান গনি ভূঁইয়ার সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মেহেদী হাসান সেলিম ভূঁইয়ার সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, কুমিল্লা উত্তর জেলা বিএনপির আহবায়ক আক্তারুজ্জামান সরকার।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম-আহবায়ক হাজী আলী হোসেন মোল্লা, যুগ্ম-আহবায়ক আক্তারুজ্জামান চেয়ারম্যান, কাজী কবির হোসেন সেন্টু, ডা. গোলাম মহিউদ্দিন জিলানী ভূইয়া, মুন্সি আমিরুল ইসলাম মানিক, ভিপি আক্তারুজ্জামান, কামরুজ্জামান হিরা, সদস্য আবুল হোসেন বুলবুল, ডা. আবু নাছের ভূইয়া, মো. সেলিম মোল্লা প্রমুখ।
এসময় জগতপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আক্তারুল হক মাষ্টার, কড়িকান্দি ইউনিয়ন বিএনপির সভাপতি মো. মোহর মুন্সি, নারান্দিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি মো. জহিরুল ইসলাম, জিয়ারকান্দি ইউনিয়ন বিএনপির সভাপতি মো. মকবুল হোসেন সরকার, সাতানী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ডিএম রাসেল, জগতপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো. নুরুল ইসলাম, বলরামপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক এম এ ছাত্তার, কলাকান্দি ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো. নাজমুল হাসান সরকার, জিয়ারকান্দি ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো. দেলোয়ার হোসেন খান ও মজিদপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো. তন্ময় হাসান কাজলসহ উপজেলা বিএনপি ও সহযোগী অঙ্গসংগঠনের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
আলোচনা সভা শেষে বিমান দুর্ঘটনায় নিহতদের আত্মার মাগফিরাত ও আহতদের সুস্থতা কামনায় দোয়া-মিলাদ ও মোনাজাত অনুষ্ঠিত হয়।