News Link: https://dailylalsobujbd.com/news/2Y6
মাদারীপুরের শিবচর উপজেলার পদ্মা নদীতে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে ৫টি ড্রেজার জব্দ ও মোঃ ইলিয়াস মিয়া নামে একজন ট্রেজার চালককে আটক করেছে জেলা প্রশাসন ।পরে ড্রেজার চালককে ৯৩ হাজার ৭৫০ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
সোমবার (২১ জুলাই ) দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত উপজেলার কাঁঠালবাড়ি এলাকায় পদ্মা নদীতে এ ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয় । অভিযানের জেলা প্রশাসন, উপজেলা প্রশাসন, পুলিশ, কোস্টগার্ড, ও সেনাবাহিনী অংশ নেয়।
ভ্রাম্যমান আদালত সূত্র জানায়, পদ্মা নদীর বিভিন্ন অংশে দীর্ঘদিন ধরে অবৈধভাবে বালু উত্তোলন করছিল একটি চক্র । গোপন সংবাদের ভিত্তিতে বালু উত্তোলনের খবর পেয়ে মাদারীপুর জেলা প্রশাসন কাঁঠালবাড়ি এলাকায় পদ্মা নদীতে ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয় । এ সময় নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে ৫ টি ড্রেজার জব্দ সহ মোঃ ইলিয়াস মিয়া নামের এক ড্রেজার চালককে আটক করা হয়।
পরে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে তাকে ৯৩ হাজার ৭৫০ টাকা জরিমানা করেন শিবচর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শাইখা সুলতানা।
জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ মাছুম বলেন, পদ্মা নদীতে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে পাঁচটি ড্রেজার জব্দ করা হয়েছে। অবৈধভাবে বালু তোলা বন্ধে অভিযান অব্যাহত থাকবে।