News Link: https://dailylalsobujbd.com/news/2Xm
পিরোজপুরে জেলা পর্যায়ে ব্যতিক্রমধর্মী এক আয়োজনের মধ্য দিয়ে উদযাপিত হলো জুলাই বিপ্লবের বর্ষপূর্তি।
"২৪-এর রঙে" শিরোনামে অনুষ্ঠিত হয় চিত্রাঙ্কন ও গ্রাফিক ডিজাইন প্রতিযোগিতা, যেখানে শিক্ষার্থীদের ক্যানভাসে উঠে আসে গণতন্ত্র, অধিকার ও ন্যায়বিচারের চিত্র।
শনিবার সকাল ১০টায় পিরোজপুর জেলা স্টেডিয়ামে জেলা প্রশাসনের আয়োজনে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় , যা চলে বেলা ১২টা পর্যন্ত। এতে অংশগ্রহণ করে জেলার মাধ্যমিক, উচ্চমাধ্যমিক, কারিগরি ও মাদ্রাসা সহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা।
প্রতিযোগিতায় শিক্ষার্থীরা জেলা স্টেডিয়ামের গ্যালারির দেয়ালে তুলির আঁচড়ে ফুটিয়ে তোলে ২০২৪ সালের জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানের দৃশ্যপট। বিষয়ভিত্তিক অঙ্কনে প্রতিফলিত হয় গণতন্ত্রের লড়াই, ন্যায়বিচার প্রতিষ্ঠার প্রত্যাশা এবং অধিকার আদায়ের বার্তা।
উপজেলা পর্যায়ে প্রাথমিক বাছাইয়ের মাধ্যমে নির্বাচিত হয়ে চূড়ান্ত পর্বে অংশ নেয় মাধ্যমিক স্তরের ১৮টি এবং উচ্চমাধ্যমিক স্তরের ১৩টি শিক্ষা প্রতিষ্ঠান। জেলা পর্যায়ের প্রতিযোগিতা শেষে ছয়টি প্রতিষ্ঠানকে বিজয়ী ঘোষণা করা হয় এবং তাদের বিভাগীয় পর্যায়ে পাঠানো হয়।
মাধ্যমিক পর্যায়ে প্রথম হয় পিরোজপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, দ্বিতীয় হয় উত্তর নিলতী মাধ্যমিক বিদ্যালয়, তৃতীয় হয় তেজাদাসকাটি মাধ্যমিক বিদ্যালয়।
উচ্চ মাধ্যমিক পর্যায়ে প্রথম হয় পিরোজপুর সরকারি সোহরাওয়ার্দী কলেজ, দ্বিতীয় হয় ভান্ডারিয়া মাজেদা বেগম মহিলা কলেজ , তৃতীয় হয় দারুচ্ছুন্নাত জামিয়া-এ কামিল মাদ্রাসা।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) ইসরাত জাহান। বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর) নাসরিন জাহান, সরকারি সোহরাওয়ার্দী কলেজের অধ্যক্ষ প্রফেসর পান্নালাল রায়, পিরোজপুর সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ রফিকুল ইসলাম, জেলা শিক্ষা অফিসার মো. ইদ্রিস আলী আযিযী সহ জেলা প্রশাসনের কর্মকর্তারা।
অনুষ্ঠানের সমাপ্তি পর্বে বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার ও সনদপত্র তুলে দেওয়া হয়।