News Link: https://dailylalsobujbd.com/news/2Wr
নয়টি দেশ থেকে ৪৮ হাজার ৮০ জন ব্যক্তি ভোটার হওয়ার জন্য আবেদন করেছেন। এর মধ্যে ভোটার হয়েছেন ১৭ হাজার ৩৬৭ জন। গতকাল মঙ্গলবার নির্বাচন ভবনে সাংবাদিকদের এসব তথ্য জানান জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের মহাপরিচালক এ এস এম হুমায়ুন কবীর। তিনি বলেন, নতুন করে পাঁচটি দেশে ভোটার নিবন্ধনের জন্য পররাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমতি পেয়েছি।
ইকুয়েপমেন্ট রেডি করতে হবে সেটার জন্য কাজ চলছে। এ এস এম হুমায়ুন কবীর বলেন, সবগুলো দূতাবাসে ভোটার আইডির কাজ চালানোর সম্মতিও পেয়েছি। জাপানের পাবলিক আইপি পেতে একটু সময় লাগবে।
আমি আশাবাদী, এ মাসের মধ্যে হবে। নতুন পাঁচটি দেশ হলো- ওমান, দক্ষিণ আফ্রিকা, জর্দান, আমেরিকা ও মালদ্বীপ।
এনআইডি মহাপরিচালক বলেন, বর্তমানে নয়টি দেশে কার্যক্রম চলমান আছে এ পর্যন্ত ৪৮ হাজার ৮০ জনের আবেদন পাওয়া গেছে। ২৯ হাজার ৬ শত ৪৬ জনের বায়োমেট্রিক নেওয়া হয়েছে। আর ১৭ হাজার ৩৬৭ জনকে ভোটার করে নেওয়া হয়েছে।