News Link: https://dailylalsobujbd.com/news/2VQ
গত ১৯শে মে ঠাকুরগাঁও জেলার বীরগঞ্জে ঠাকুরগাঁও- দশমাইল হাইওয়েতে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনা ঘটে, যেখানে মাইক্রোবাসের সাথে ট্রাকের মুখোমুখি সংঘর্ষে চারজন নিহত হন, তাদের মধ্যে তিনজন সরকারি অডিট বিভাগের কর্মচারী ছিলেন। এ ঘটনায় বীরগঞ্জ থানার মামলা নং-০৬, তারিখ ১৯/০৫/২৫ খ্রিঃ, ধারা- সড়ক পরিবহন আইন এর ৯৮/১০৫ রুজু হয়।
ঘটনার পর থেকেই হাইওয়ে পুলিশ অজ্ঞাতনামা ট্রাক চালককে আটক করতে তৎপরতা শুরু করে। আজ ১৩ ই জুলাই, ১০ মাইল হাইওয়ে থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে ঘাতক ট্রাক চালক মোঃ মুনছুর আলী (৪৩), পিতা মোঃ আনসার আলী, গ্রাম-বাঘাবাড়ী (দক্ষিণপাড়া), থানা-শাহজাদপুর, জেলা সিরাজগঞ্জ-কে দিনাজপুর জেলার চিরিরবন্দর থানাধীন রানীরবন্দর বাজার থেকে গ্রেফতার করে এবং বিঞ্জ আদালতে সোপর্দ করা হয়।
এ প্রসঙ্গে পুলিশ রংপুর রিজিয়নের পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম জানান, মহাসড়কে সড়ক দুর্ঘটনা নিয়ন্ত্রণের জন্য হাইওয়ে পুলিশ ঘাতক ড্রাইভারদের গ্রেফতার করার কার্যক্রমে তৎপরতা বৃদ্ধি করেছে। গত তিন মাসে বেশ কয়েকজন ঘাতক ড্রাইভারকে গ্রেফতারপূর্বক আদালতে সোপর্দ করা হয়েছে। এছাড়াও, হাইওয়ে পুলিশের তৎপরতায় অনেক ঘাতক ড্রাইভার আদালতে আত্মসমর্পণ করেছেন। পুলিশের মতে, ড্রাইভারদের অবহেলার কারণে সড়ক দুর্ঘটনা ঘটেছে এবং এই ধরনের দুর্ঘটনা নিয়ন্ত্রণে হাইওয়ে পুলিশের অভিযান অব্যাহত থাকবে।