News Link: https://dailylalsobujbd.com/news/2Vr
হাইওয়ে পুলিশ রংপুর রিজিয়ন মহাসড়কে দুর্ঘটনা প্রতিরোধে আইন প্রয়োগের পাশাপাশি জনসচেতনতা তৈরির উপর গুরুত্ব আরোপ করেছে। ২০২৫ সালের গত ছয় মাসের সড়ক দুর্ঘটনা পর্যালোচনা করে দেখা যায় যে গত ছয় মাসে রংপুর রিজিয়নে মহাসড়কে দুর্ঘটনায় ১২৩ জন মানুষ মারা যায়, এবং ২৪৬ জন লোক আহত হয়। এসব ঘটনায় রংপুর হাইওয়ে রিজিয়নের সাতটি থানায় সড়ক দুর্ঘটনা আইনে ১১৬ টি মামলার রুজু হয়। গত ছয় মাসে মহাসড়কে যানজট নিরসন, দুর্ঘটনা প্রতিরোধ এবং সড়কে যান শৃঙ্খলা রক্ষায় সড়ক পরিবহন আইন বিভিন্ন যানবাহনের বিরুদ্ধে প্রায় সাড়ে ৭ হাজার প্রসিকিউশন দেওয়া হয়। আগামী দিনে আইন অমান্যকারী যানবাহনের বিরুদ্ধে প্রসিকিউশন প্রদানে আরো কঠোর হবে হাইওয়ে পুলিশ।
সারিক সার্বিক পর্যালোচনা করে দেখা যায় সড়ক দুর্ঘটনার সাথে অনেকগুলি ফ্যাক্টর জড়িত। তবে দুর্ঘটনা প্রতিরোধের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে জনসচেতনতা। হাইওয়ে পুলিশ রংপুর রিজিয়ন তাই মহাসড়কে দুর্ঘটনা প্রতিরোধে আইনের যথাযথ প্রয়োগ করার পাশাপাশি জনসচেতনতা কর্মসূচি হাতে নিয়েছে। যার মধ্যে রয়েছে লিফলেট বিতরণ, পথসভা, বিভিন্ন জংশন পয়েন্টে যাত্রীদেরকে সচেতন করা এবং ভবিষ্যৎ প্রজন্ম অর্থাৎ স্কুলের ছাত্র-ছাত্রীদেরকে ট্রাফিক রুল, সড়ক দুর্ঘটনা এবং এর প্রভাব সম্পর্কে সচেতন করে তোলা। তার ধারাবাহিকতায় আজ সকালে হাইওয়ে পুলিশ রংপুর রিজিয়নের পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম, গুরুত্বপূর্ণ রংপুর-সৈয়দপুর মহাসড়কের জংশন পয়েন্ট পাগলাপীর বাজারে এলাকায় বিভিন্ন যাত্রীবাহী বাসে, ট্রাকে, প্রাইভেট কার সহ বিভিন্ন যানবাহনের ড্রাইভার এবং যাত্রীদেরকে লিফলেট বিতরণ করেন এবং পথসভায় উপস্থিত মটর শ্রমিকদের সড়ক পরিবহন আইন সম্পর্কে উদ্বুদ্ধ করেন।
অতঃপর হাইওয়ে পুলিশ রংপুর রিজিয়ন হাতীবান্ধা হাইওয়ে থানা এলাকায় ঐতিহ্যবাহী বড়খাতা উচ্চ বিদ্যালয়ে স্কুলছাত্রী স্কুল ছাত্র ছাত্রীদের নিয়ে সড়ক দুর্ঘটনা প্রতিরোধে সচেতনতামূলক কর্মশালার আয়োজন করে। কর্মশালায় বড়খাতা উচ্চ বিদ্যালয় এর প্রধান শিক্ষক মোহাম্মদ জাহিদুল বাড়ি, সমাজসেবক আব্দুর রহমান, শিক্ষক বৃন্দ, অফিসার ইনচার্জ হাতীবান্ধা হাইওয়ে থানা জনাব আবু সাঈদ সহ ৩৫০ জনের অধিক ছাত্রছাত্রী অংশগ্রহণ করেন। কর্মশালায় প্রধান আলোচক হিসেবে আলোচনা করেন হাইওয়ে পুলিশ রংপুর রিজিয়ন এর পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম। কর্মশালায় পুলিশ সুপার সড়ক দুর্ঘটনার কারণ, ট্রাফিক রুলস, সড়ক দুর্ঘটনার সামাজিক এবং অর্থনৈতিক প্রভাব এবং দুর্ঘটনা প্রতিরোধে ছাত্র-ছাত্রীদের করণীয় সংক্রান্তে পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন প্রদান করেন। আলোচনাটা ছিল অত্যন্ত প্রাণবন্ত। সড়ক দুর্ঘটনার বিভিন্ন বিষয়ে ছাত্রছাত্রীরা পুলিশ সুপার কে বিভিন্ন প্রশ্ন করলে তিনি তার উত্তর দেন। পুলিশ সুপারের প্রাণবন্ত উপস্থাপনায় প্রচন্ড গরমের মধ্যে ছাত্রছাত্রীরা মনোযোগ সহকারে এই কর্মশালায় সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন
এ বিষয়ে হাইওয়ে পুলিশ রংপুর রিজিয়নের পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম জানান হাইওয়ে পুলিশ রংপুর রিজিয়নের সকল থানায় সড়ক দুর্ঘটনা কমানো এবং প্রতিরোধের লক্ষ্যে শিশুদেরকে সচেতন করার টার্গেট নিয়ে জনসচেতনতামূলক কর্মসূচি শুরু করা হয়েছে। আইনের কঠোর প্রয়োগের পাশাপাশি জনসচেতনতামূলক কর্মসূচি চালিয়ে যাবে হাইওয়ে পুলিশ। আইনের প্রয়োগ এবং গণসচেতনতা কর্মসূচি একসাথে বাস্তবায়ন করলে সড়ক দুর্ঘটনা কমবে বলে মনে করেন ।