News Link: https://dailylalsobujbd.com/news/2V4
রাঙ্গামাটির লংগদু উপজেলার নব যোগদানকৃত উপজেলা নির্বাহী অফিসার জাহাঙ্গীর হোসাইনকে উপজেলার মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকদের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে নবাগত নির্বাহী কর্মকর্তা জাহাঙ্গীর হোসাইনকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন শিক্ষকরা।
বৃহস্পতিবার (১০ জুলাই) লংগদু উপজেলার নবাগত উপজেলা নির্বাহী অফিসারকে শুভেচ্ছা জানানোর সময় উপস্থিত ছিলেন মাইনীমুখ ইসলামীয়া ফাজিল (ডিগ্রি) মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা ফেরদৌস আলম, বায়তুশশরফ মাদ্রাসা কমপ্লেক্সের সুপার মাওলানা ফোরকান আহমেদ, রাবেতা মডেল উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আল মামুন ইবনে মিজান, মাইনীমুখ মডেল হাই স্কুলের সহকারি প্রধান শিক্ষক তাজ মাহমুদ, লংগদু বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রবিরঞ্জন চাকমা, উগলছড়ি মহাজনপাড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আরিফুল ইসলাম, গুলশাখালী আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহবুব হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।
নব যোগদানকৃত উপজেলা নির্বাহী অফিসার জাহাঙ্গীর হোসাইন মাধ্যমিক স্তরের শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকদের এ শুভেচ্ছা গ্রহণ করে ধন্যবাদ জানান এবং সবার সহযোগিতা কামনা করেন।
ফুলেল শুভেচ্ছা প্রদানের সময় শিক্ষক নেতৃবৃন্দ বলেন,নবাগত উপজেলা নির্বাহী অফিসার জাহাঙ্গীর হোসাইনকে উপজেলার শিক্ষা পরিবারের পক্ষ থেকে স্বাগত ও অভিনন্দন জানাচ্ছি এবং নতুন কর্মজীবনে তার উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করছি। আমরা আশা করছি, তার সুযোগ্য নেতৃত্বে এলাকার শিক্ষা ব্যবস্থা আরও উন্নত হবে। আপনার সঠিক দিকনির্দেশনায় এলাকার শিক্ষা ক্ষেত্রে উন্নয়নমূলক কর্মকাণ্ড আরও বেগবান হবে এবং শিক্ষার মানোন্নয়নে যুগোপযোগী পদক্ষেপ গ্রহণ করা সম্ভব হবে।
তারা আরো বলেন, আমরা শিক্ষক সমাজ সবসময় শিক্ষা ব্যবস্থার উন্নয়নে সহযোগিতা করতে প্রস্তুত এবং ইউএনও স্যারের তত্ত্বাবধানে এলাকার শিক্ষা-দীক্ষা আরও একধাপ এগিয়ে যাবে, এটাই আমাদের প্রত্যাশা।