News Link: https://dailylalsobujbd.com/news/2UK
গত তিন দিন ধরে মাদারীপুরের শিবচর উপজেলায় টানা বর্ষণে জনজীবনে চরম দুর্ভোগ নেমে এসেছে। পৌরসভা ও আশপাশের ইউনিয়ন গুলোতে সৃষ্টি হয়েছে ব্যাপক জলাবদ্ধতা। ঘরবন্দী হয়ে পড়েছেন দিনমজুর, খেটে খাওয়া মানুষ থেকে শুরু করে চাকরিজীবী ও ক্ষুদ্র ব্যবসায়ী পর্যন্ত—স্থবির হয়ে পড়েছে পুরো উপজেলার স্বাভাবিক কর্মকাণ্ড।
সরেজমিন ঘুরে দেখা গেছে, টানা বৃষ্টির কারণে শিবচর পৌরসভার কাঁচা বাজার,মাছ বাজার, পল্লীবিদ্যুৎ অফিস রোড়, লালন মঞ্চ, পুরাতন মহুরীপট্রি রাস্তা, ময়লা রোড়,ও কয়েকটি ওয়ার্ড ও দত্তপাড়া, পাঁচ্চর, শিরুয়াইলসহ বিভিন্ন ইউনিয়নের নিচু এলাকায় হাঁটু সমান পানি জমে আছে। পৌর এলাকার বিভিন্ন স্থানে এখনও সড়ক ও ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন না হওয়ায় দুর্ভোগ আরও প্রকট হয়েছে।
সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন দিনমজুর, নির্মাণ শ্রমিক, ভ্যানচালক ও ক্ষুদ্র ব্যবসায়ীরা। কাজ না থাকায় আয়-রোজগার বন্ধ হয়ে গেছে তাদের। শিবচর কাঁচা বাজারের ব্যবসায়ী মোঃ কুদ্দুছ শেখ বলেন তিন দিন ধরে কোন বেচা কেনা নেই মালামাল নস্ট হয়ে যাচ্ছে, মাছ বাজার থেকে সাজু কাজী বলেন, "তিন দিন হইল কোনো কামে যাইতে পারি নাই। ঘরে যা আছিল তাই দিয়া কোনো রকমে চলতেছি। বৃষ্টি না থামলে না খাইয়া থাকন লাগব।"
এদিকে, অফিসগামী চাকরিজীবীরাও দুর্ভোগে পড়েছেন। সড়কপথে জলাবদ্ধতার কারণে অনেকেই অফিসে যেতে পারছেন না। শিরুয়াইল বাজারের ব্যবসায়ী মোঃ লিটন জানান, "সকাল থেইক্কা দোকান খুইলা বসে আছি, বৃষ্টির কারণে কাস্টমার নাই। এভাবে চললে ব্যবসা বানিজ্য করা মুস্কিল হইয়া যাইব।"
বৃষ্টিতে শুধু জনজীবন নয়, বিপর্যস্ত হয়ে পড়েছে কৃষি খাতও। বহু সবজিক্ষেত ও আউশ ধানের জমি পানিতে তলিয়ে গেছে। কৃষকদের আশঙ্কা, দীর্ঘস্থায়ী জলাবদ্ধতায় ব্যাপক ক্ষতির মুখে পড়বেন তারা।
আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, মৌসুমি বায়ুর প্রভাবে আগামী দুই এক দিন বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে। এ অবস্থায় শিবচরের মানুষ অপেক্ষায় আছে—বৃষ্টি থামবে, পানি নামবে, আর স্বাভাবিক হবে জীবনযাত্রা। তবে পরিস্থিতি দীর্ঘায়িত হলে নিম্নআয়ের মানুষের কষ্ট আরও বাড়বে বলেই আশঙ্কা করা হচ্ছে।