News Link: https://dailylalsobujbd.com/news/2Uy
চট্টগ্রাম মহানগরের কোতোয়ালী থানার জামালখানস্থ ইউরেকা ভবনে আগুন লাগার ঘটনা ঘটেছে।
মঙ্গলবার দুপুর ১২টা ৩৫ মিনিটের দিকে ওই ভবনের সপ্তম তলায় আগুন খবর পায় ফায়ার সার্ভিস। তবে এ ঘটনায় হতাহতের বিষয়ে তাৎক্ষণিক কিছু জানা যায়নি।
তথ্যটি নিশ্চিত করে সংস্থাটির বিভাগীয় নিয়ন্ত্রণ কক্ষের অপারেটর মেহেদী জানান, দুপুর ১২টা ৩৫ মিনিটে জামালখান ইউরেকা ভবনের সপ্তম তলায় আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের সাতটি ইউনিট ঘটনাস্থলে যায়। পরে আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে। তবে তিনি ক্ষয়ক্ষতির পরিমান জানাতে পারেননি।