News Link: https://dailylalsobujbd.com/news/2Uv
প্রবাস জীবনের শতব্যস্ততার মাঝেও থেমে নেই ইয়াছিন ফরাজির ক্যালিগ্রাফি'র অনুশীলন। ছোটবেলা থেকেই ইয়াছিন ফরাজির আঁকাআঁকি বা লেখালিখির প্রতি কোন আগ্রহ না থাকলে শিক্ষকের অনুপ্রেরণায় উৎসাহিত হয়ে নিজেকে জড়িয়েছেন ক্যালিগ্রাফি'র জগতে। এরপর নিজ আগ্রহ থেকে ক্যালিগ্রাফি প্রশিক্ষণ নিতে ইউটিউবে বাংলাদেশের জনপ্রিয় অনলাইন "উসামা ক্যালিগ্রাফি একাডেমিতে" ভর্তি হোন ইয়াছিন ফরাজি। শুরু হয় নিয়মিত চর্চা। ইয়াছিন ফরাজির আর্ট করা ক্যালিগ্রাফি দেখে বর্তমানে অনেকেই মুগ্ধ হচ্ছেন ও প্রশংসা করছেন তার এই রপ্ত শিল্পের।
মোঃ ইয়াছিন ফরাজী কুমিল্লার জেলার দাউদকান্দি উপজেলার গোয়ালমারী ইউনিয়নের গোয়ালমারী গ্রামের বাসিন্দা। বর্তমানে তিনি মালয়েশিয়া প্রবাসী সেখানে তিনি একটি কোম্পানিতে চাকুরী করেন। শতকর্ম ব্যস্ততার মাঝেও ধরে রেখেছেন নিয়মিত ক্যালিগ্রাফি অনুশীলন। ইয়াছিন ফরাজির লক্ষ্যে এই শিল্প আয়ত্ত করার মাধ্যমে তার নিজের একটি স্বতন্ত্র পরিচয় তৈরি করা।
এবিষয়ে নিজের অনুভূতি প্রকাশ করে মোঃ ইয়াছিন ফরাজি প্রতিবেদককে জানান, এসএসসি পরীক্ষার পর আমি চট্টগ্রামের ওবাইদিয়া আরবি বিশ্ববিদ্যালয়, নানুপুর মাদ্রাসায় ভর্তি হই। সেখানে ভর্তির পর আমার জীবনের মোড় ঘুরে যায়। মাদ্রাসার আমার শ্রদ্ধেয় শিক্ষক মুফতি আমিনুল ইসলাম সাহেব আমাকে আরবি এবং উর্দু হাতের লেখা শেখার জন্য উৎসাহিত করেন ও পরামর্শ দেন। তাঁর অনুপ্রেরণাতেই আমার মধ্যে আগ্রহ জন্মায় সুন্দর লেখনীর। আমাদের মাদ্রাসার আরেকজন শিক্ষক মুফতি আব্দুল্লাহ সাহেব কাসেমীর কাছে আমি নিয়মিত আরবি ও উর্দু লেখা শিখতে শুরু করি। প্রতিদিন লেখার পেছনে আমি প্রচুর সময় দিতাম।
গভীর রাতে মাদ্রাসার বারান্দায় বসেও আমি একা একা অনুশীলন করতাম। আমার এই অধ্যাবসায় বৃথা যায়নি। একদিন আমার হাতের লেখা দেখে মুফতি আব্দুল্লাহ সাহেব অত্যন্ত খুশি হন এবং আমাকে উৎসাহ দেন চর্চা ধরে রাখার। সেই সময় তৎকালীন নানুপুর মাদ্রাসার কাতেব সাহেব (রঃ) এর কাছ থেকে আমি উর্দু ক্যালিগ্রাফির কিছু প্রাথমিক জ্ঞান লাভ করি। সেই মাদ্রাসার কিতাব বিভাগে আমি পাঁচ বছর পড়াশোনা করি। এরপর আমি মালয়েশিয়ায় চলে আসি। এখানে একটি কোম্পানিতে আমাকে প্রতিদিন সকাল থেকে সন্ধ্যা, এমনকি মাঝে মাঝে তার চেয়েও বেশি সময় কাজ করতে হয়।
তবে শতব্যস্ততার মাঝেও আরবি ক্যালিগ্রাফির প্রতি আমার ভালোবাসা কমেনি, বরং এটি শেখার আগ্রহ আরও তীব্র হয়। এই আগ্রহ থেকেই আমি ইউটিউবে বাংলাদেশের জনপ্রিয় অনলাইন "উসামা ক্যালিগ্রাফি একাডেমি"-এর খোঁজ পাই এবং সেখানে ভর্তি হয়ে যাই। ২০২৪সালের ৪জুলাই থেকে আমার প্রাতিষ্ঠানিক আরবি ক্যালিগ্রাফির যাত্রা শুরু হয়। এখন আমি প্রতিদিন কাজের পাশাপাশি আরবি ক্যালিগ্রাফি অনুশীলন করি। পবিত্র কোরআনের আয়াতসহ বিভিন্ন আরবি ক্যালিগ্রাফি করা আমার অন্যতম সাধনা। আমার এই ক্যালিগ্রাফি যাত্রাকে আমি আরও অনেক দূরে নিয়ে যেতে চাই। আমার স্বপ্ন, এই শিল্পকে আরও ভালোভাবে আয়ত্ত করে নিজের একটি স্বতন্ত্র পরিচয় তৈরি করা। আমার জন্য সবাই দোয়া করবেন।