News Link: https://dailylalsobujbd.com/news/2TI
বোয়ালখালীতে দুর্লভ খেজুর ও ওষুধি গাছের চারা রোপণ পরিবেশ রক্ষায় গ্রীণ চট্টগ্রাম অ্যালায়েন্সের উদ্যোগে সচেতনতামূলক ক্যাম্পেইন বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার শ্রীপুরে অনুষ্ঠিত হলো এক ব্যতিক্রমধর্মী বৃক্ষরোপণ কর্মসূচি।
বৃহস্পতিবার (৪ জুলাই) বিকেল ৩টায় ঐতিহাসিক শ্রীপুর বুড়া মসজিদ চত্বরে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
এতে ঐতিহ্যবাহী শ্রীপুর বুড়া মসজিদ ওয়াক্ফ এস্টেট মোতওয়াল্লী আলহাজ্ব মোঃ নুরুন্নবী চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
এই আয়োজনে দুর্লভ খেজুর ও বিভিন্ন প্রজাতির ওষুধি গাছের চারা রোপণের পাশাপাশি পরিবেশ সংরক্ষণে সচেতনতা বৃদ্ধিমূলক এক ক্যাম্পেইনের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বোয়ালখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও),মোহাম্মদ রহমত উল্লাহ। বিশেষ অতিথি ছিলেন বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা গোলাম সারোয়ার, ঐতিহাসিক শ্রীপুর বুড়া মসজিদের খতিব অধ্যক্ষ আল্লামা শোয়াইব রেজা (ম.জি.আ), বক্তারা বলেন, জলবায়ু পরিবর্তনের অভিঘাত মোকাবেলায় আমাদের স্থানীয় পর্যায়ে সচেতনতা বৃদ্ধি এবং গাছ লাগানোর মাধ্যমে পরিবেশ রক্ষায় সক্রিয় ভূমিকা রাখা প্রয়োজন।
এই ধরনের আয়োজন তরুণ প্রজন্মকে পরিবেশবান্ধব চিন্তাধারায় উদ্বুদ্ধ করবে। অনুষ্ঠানের মিডিয়া পার্টনার হিসেবে ছিলেন
দৈনিক ভোরের আলো এবং প্রাণের বাংলাদেশ। সৌজন্যে ছিলেন।
আয়োজক সংগঠন গ্রীণ চট্টগ্রাম অ্যালায়েন্স জানায়, তারা পরিবেশ সংরক্ষণ ও স্থানীয় জীববৈচিত্র্য রক্ষায় ধারাবাহিকভাবে এ ধরনের কর্মসূচি বাস্তবায়ন করে যাবে।