News Link: https://dailylalsobujbd.com/news/2Te
রাঙ্গামাটির লংগদুতে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের চরিত্রবান, সুশৃঙ্খল, পরোপকারী, আত্মমর্যাদা সম্পন্ন সুনাগরিক হিসেবে গড়ে তোলার লক্ষে সকল বিদ্যালয়ে হলদে পাখি সম্প্রসারণ বিষয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
৩ জুলাই, ২০২৫ ইং বৃহস্পতিবার সকাল ১১ টায় লংগদু উপজেলা পাবলিক লাইব্রেরী মিলনায়তনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। উপজেলা গার্ল গাইডস এ্যাসোসিয়েশন আয়োজিত উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ গার্ল গাইডস লংগদু উপজেলা শাখার স্থানীয় কমিশনার রফিকুন্নেছা।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লংগদু উপজেলা নির্বাহী অফিসার কফিল উদ্দীন মাহমুদ, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) শাহনেওয়াজ ইসলাম
বাংলাদেশ গার্ল গাইডস লংগদু উপজেলা শাখার সংশ্লিষ্ট কর্মকর্তাদের মধ্যে উপস্থিত ছিলেন স্থানীয় কমিশনার রফিকুন্নেছা, প্রধান শিক্ষক- মাইনীমুখ মডেল হাই স্কুল, সেক্রেটারি- গোপা রাণী, সহকারী শিক্ষক, করল্যাছড়ি রশিদ সরকার উচ্চ বিদ্যালয়, কোষাধ্যক্ষ- মোছাঃ শাহীনা বেগম, সহকারি শিক্ষক, রাবেতা মডেল উচ্চ বিদ্যালয়।
এসময় প্রধান অতিথি হিসেবে লংগদু উপজেলা নির্বাহী অফিসার কফিল উদ্দীন মাহমুদ শিক্ষকদের কবুতরের সাথে তুলনা করে তিনি বলেন, কবুতরের বাবা- মা’রা যেমন প্রথমে খাদ্য গ্রহণ করেন,তারপর তা নরম করে সেই খাদ্য আবার কোমলমতি ছোট বাচ্চাদের আহার করান। শিক্ষকদের ঠিক তেমনটাই করতে হবে, কঠিন জিনিসকে সহজভাবে শিক্ষার্থীদের মাঝে তা উপস্থাপন করতে হবে।
তিনি শিক্ষার্থীদের মেধা অন্বেশনে তাদের আত্মবিশ্বাসী করে গড়ে তোলা, তাদের যোগ্য ও সু-নাগরিক হিসেবে গড়ে তুলতে সবার সহযোগিতা প্রয়োজন বলে মনে করেন। তাই অ-রাজনৈতিক আন্তর্জাতিক স্বেচ্ছাসেবী সংগঠন গার্লস গাইড এসোসিয়েশনকে আরো বেগবান করে শিক্ষার্থীদের প্রথম থেকেই প্রকৃত শিক্ষা ব্যবস্থার পাশাপাশি সব দিক থেকে তাদের দক্ষ করে তুলতে শিক্ষার্থী, শিক্ষক ও শিক্ষা কর্মকর্তাদের প্রতি আহ্বান জানান।
মতবিনিময় সভায় লংগদু উপজেলার বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মধ্যে উপস্থিত ছিলেন মোঃ আনোয়ার হোসেন, প্রধান শিক্ষক- মাইনীমুখ সরকারি প্রাথমিক বিদ্যালয়, মুর্শিদা বেগম, প্রধান শিক্ষক- গাথাছড়া আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয়, বহ্নি শিখা, প্রধান শিক্ষক ও সহকারি শিক্ষক সুচিত্রা- তিনটিলা সরকারি প্রাথমিক বিদ্যালয়, রুনি চাকমা, ঝর্ণাটিলা সরকারি প্রাথমিক বিদ্যালয়, মঞ্জু চাকমা- রাঙ্গাপানি ছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, শিউলি আক্তার ও পারভীন আক্তার এমি- মাইনীমুখ সরকারি প্রাথমিক বিদ্যালয়, মিনতি প্রভা সাহা, সহকারি শিক্ষক- মাইনীমুখ মডেল হাই স্কুল, নাছিমা আক্তার, সহকারি শিক্ষক- ভাসান্যাদম ইসলামীয়া উচ্চ বিদ্যালয়, নুর আক্তার, সহকারি শিক্ষক- লংগদু সরকারী উচ্চ বিদ্যালয় প্রমুখ।
মতবিনিময় সভায় পার্বত্য রাঙ্গামাটি জেলার লংগদু উপজেলার সরকারি প্রাথমিক বিদ্যালয় গার্ল গাইডের হলদে পাখির দল শিক্ষার্থীরা চরিত্রবান, সুশৃঙ্খল, পরোপকারী, আত্মমর্যাদা সম্পন্ন সুনাগরিক হিসেবে গড়ে উঠতে পারবে বলেই প্রত্যাশা করেন বক্তারা