বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল চট্টগ্রাম মহানগর আহ্বায়ক কমিটির সদস্য মনোনীত হলেন সাজ্জাদ হোসেন খান প্রকাশ সাজ্জাদ খান। গত ২৬ জুন বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের সভাপতি এস এম জিলানী ও সাধারণ সম্পাদক রাজীব আহসান স্বাক্ষরিত এক চিঠিতে সাজ্জাদ হোসেন খানকে সদস্য মনোনীত করা হয়।
তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক দলের নবনির্বাচিত আহ্বায়ক কমিটির সদস্য সাজ্জাদ খান বলেন, “দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান যে ‘সাম্য ও মানবিক বাংলাদেশ’ গঠনের লক্ষ্যে ৩১ দফা রূপরেখা ঘোষণা করেছেন, আমরা সেই রূপরেখাকে সামনে রেখে নবগঠিত কমিটির মাধ্যমে নতুনভাবে, নতুন আঙ্গিকে দেশের তরুণ ও যুবসমাজের কাছে পৌঁছাব। আমরা তাদেরকে অবহিত করব যে, আগামীর বাংলাদেশ হবে একটি মানবিক, সাম্যের ভিত্তিতে গঠিত রাষ্ট্র – যেখানে সকল নাগরিক সমান সুযোগ ও অধিকার ভোগ করবে।
এই বার্তা আমরা মাঠে-ঘাটে, প্রান্তিক অঞ্চলে ছড়িয়ে দেব, যেন প্রতিটি যুবক এই রূপরেখার সাথে একাত্ম হতে পারে। এটাই হবে দেশের ভবিষ্যৎ কল্যাণ ও জাতির মঙ্গল নিশ্চিত করার পথ।
আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি, জাতির ভবিষ্যৎ নির্ধারিত হওয়া উচিত জনগণের সার্বজনীন ইচ্ছার ভিত্তিতে, কোনো একক ব্যক্তি বা বিশেষ গোষ্ঠীর ইচ্ছা নয়। আমরা এই দর্শন নিয়েই রাজনীতিতে সক্রিয় হব এবং বিএনপির কল্যাণমুখী রাজনীতিকে তৃণমূলে পৌঁছে দেব।”