News Link: https://dailylalsobujbd.com/news/2RN
পিরোজপুরের ভান্ডারিয়ায় বিএনপির যাচাই-বাছাই কমিটিতে আওয়ামী লীগের লোকজন থাকার প্রতিবাদে শুক্রবার রাতে উপজেলা বিএনপির একাংশ স্থানীয় কাটপট্টি বিএনপি কার্যালয়ে এক সংবাদ সম্মেলনের আয়োজন করে। এসময় লিখিত বক্তব্য পাঠ করেন উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক মো. জালাল উদ্দিন সিকদার।
লিখিত বক্তব্যে তিনি অভিযোগ করেন, আগামী ৪ জুলাই এর মধ্যে ওয়ার্ড, ইউনিয়ন ও উপজেলা পর্যায়ে সম্মেলন এবং ১২ জুলাই পিরোজপুর জেলা পর্যায়ে সম্মেলন সম্পন্ন করার জন্য গত ২৩ জুন পিরোজপুরে এক প্রস্তুুতি সভা অনুষ্ঠিত হয়। সেখানে সিদ্ধান্ত হয় যেসব নেতাকর্মী তৃণমূল পর্যায় থেকে বিগত দিনে দলীয় আন্দোলন, লড়াই ও সংগ্রামে সম্পৃক্ত ছিল তাদেরকে কমিটিতে অগ্রাধিকার দেয়া হবে।
এর আগে স্থানীয় সড়ক ও জনপদ বিভাগের বাংলোতে পিরোজপুর জেলা সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক ও বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির বন ও পরিবেশ বিষয়ক সহ-সম্পাদক কাজী রওনাকুল ইসলাম টিপুর হাতে উভয় পক্ষই উপজেলা ও পৌরসভার ৬৩ ওয়ার্ড কমিটি ফরম জমা দেন।
সেই কমিটি যাচাই বাছাইয়ের সময়ে আওয়ামী লীগ ও ঈগল সম্পৃক্ততার অভিযোগে উভয় গ্রুপের মধ্যে বাক বিতন্ডা শুরু হলে যাচাই বাছাই প্রক্রিয়া বন্ধ করে পিরোজপুর জেলায় ফরম নিয়ে যাওয়া হয়।
লিখিত বক্তব্যে তিনি উল্লেখ করেন, যাচাই বাছাই কমিটিতে চিহ্নিত আওয়ামী লীগের লোকজনকে রাখা এবং সুমন মঞ্জু লোকদের প্রাধান্য দেয়া হচ্ছে। সম্মেলনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশ মোতাবেক স্বচ্ছ ভোটার তালিকা প্রনয়নের আহবান জানানো হয়।
এবিষয়ে জানতে চাইলে কাজী রওনাকুল ইসলাম টিপু মুঠো ফোনে বলেন, আমরা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশ মোতাবেক তৃনমূল থেকে স্বচ্ছ প্রক্রিয়ায় ভোটার তালিকা করে ওয়ার্ড, ইউনিয়ন, উপজেলা ও জেলা সম্মেলন সম্পন্ন করব। এর কোন ব্যত্যয় হলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।
সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মো. আলমগীর হোসেন, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মো. মোস্তফা শরীফ সহ উপজেলা ও পৌর বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।