News Link: https://dailylalsobujbd.com/news/2RM
চট্টগ্রামের বোয়ালখালীতে উৎসবমুখর পরিবেশে শ্রীশ্রী জগন্নাথ দেবের রথযাত্রা অনুষ্ঠিত হয়েছে।
২৭ জুন ( শুক্রবার) দুপুরে কধুরখীল - আকুবদন্ডীস্হ শ্রী শ্রী জগদানন্দ মিশন মন্দির পরিচালনা পরিষদ ও উৎসব উদযাপন পরিষদের উদ্যোগে এ রথযাত্রা উৎসব অনুষ্ঠিত হয়েছে।
জগদানন্দ মিশন মন্দির প্রাঙ্গণ থেকে শুরু হয়ে কধুরখীল ও বোয়ালখালী উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পূর্ব - গোমদণ্ডী শ্রীশ্রী বাবা লোকনাথ মন্দিরে এসে শেষ হয়।
এ সময় উপস্থিত ছিলেন, জগদানন্দ মিশন মন্দির পরিচালনা স্থায়ী পরিষদের সভাপতি বিকাশ দেওয়ানজী, সাধারণ সম্পাদক পার্থ সারথী চৌধুরী, পূজা উদযাপন পরিষদ বোয়ালখালী উপজেলার সভাপতি স্বপন শীল, উৎসব উদযাপন পরিষদের সাবেক সভাপতি শংকর চন্দ্র, শ্রী শ্রী মা আনন্দময়ী ধাম মন্দির পরিচালনা স্থায়ী পরিষদের সভাপতি দোলন রায়, সাধারণ সম্পাদক বিশ্বজিৎ চৌধুরী বিষু, কধুরখীল শ্রী শ্রী দূর্গা বাড়ি মন্দির পরিচালনা স্থায়ী পরিষদের সাধারণ সম্পাদক প্রকাশ দেওয়ানজী, শ্রী শ্রী লোকনাথ মন্দির পরিচালনা স্থায়ী পরিষদের নেতৃবৃন্দ, কধুরখীল শ্রী শ্রী রাম ঠাকুর সেবা আশ্রম পরিচালনা স্থায়ী পরিষদের সভাপতি ও সাধারণ সম্পাদক, আকুবদন্ডী শ্রী শ্রী মা মগধেশ্বরী মাতৃ মন্দির পরিচালনা স্থায়ী পরিষদের সভাপতি ও সাধারণ সম্পাদক, জগদানন্দ মিশন এর উৎসব উদযাপন পরিষদের সভাপতি ডাঃ বিল্পব চৌধুরী, টিটন দে টিটু, যীশু নাথ, টিংকু দে, মিন্টু চৌধুরী, ঋষিকেশ দে,রানু মজুমদার,প্রভাত নাথ, শচীন্দ্র নাথ ,পরিতোষ নাথ, জুয়েল নাথ, মাইকেল নাথ,সজিব দাশ, রবিন মজুমদার, আশীষ নাথ, জগদ্বীশ নাথ প্রমুখ।