News Link: https://dailylalsobujbd.com/news/2QX
চট্টগ্রামে ২৪ ঘণ্টায় আরও ৯ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। তবে এদিন করোনায় কারও মৃত্যু হয়নি। নতুন আক্রান্ত ৯ জনই নগরীর বিভিন্ন এলাকার বাসিন্দা। বুধবার সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদনের তথ্য অনুযায়ী, চট্টগ্রামে ১১টি ল্যাবে নমুনা পরীক্ষা করা হয়।
এখন পর্যন্ত চট্টগ্রামে মোট করোনা আক্রান্তের সংখ্যা ৯৯ জন। এর মধ্যে নগরের ৮৮ জন এবং উপজেলার ১১ জন। এ ছাড়া মোট মারা যাওয়া ৬ জনের মধ্যে ৩ জন নগরীর এবং ৩ জন বিভিন্ন উপজেলার বাসিন্দা।