News Link: https://dailylalsobujbd.com/news/2PI
আসন্ন জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে গণসংযোগ ও দিনব্যাপী দাওয়াতী পথ সভা করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর মুফতী সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম (পীর সাহেব চরমোনাই) কর্তৃক মনোনীত মাদারীপুর-১ (শিবচর) আসনে এমপি পদ প্রার্থী মাওলানা আকরাম হোসাইন।
শনিবার (২১ জুন) সকালে উপজেলার কেন্দ্রীয় জামে মসজিদ ও পৌর বাজার হয়ে কাদিরপুর, কুতুবপুর, পাঁচ্চর, দত্তপাড়া, বহেরাতলা ও ভদ্রাসন এলাকায় সহ পথ সভা ও গনসংযোগ করেন। এ সময় সাধারণ মানুষের সাথে ঈদের শুভেচ্ছা ও সৌজন্য সাক্ষাৎ করেন। কয়েকশত মোটর সাইকেল বহর নিয়ে বের হয়ে পথিমধ্যে স্থানীয় জনসাধারণের সাথে কুশল বিনিময় করেন। মাওলানা আকরাম হোসাইন।
গণসংযোগে বক্তারা আগামী দিনে সকলে ঐক্যবদ্ধ হয়ে ইসলামের পক্ষে জমিনে ন্যায় এবং ইনসাফ প্রতিষ্ঠার জন্য হাত পাখা মার্কায় ভোট দিতে আহবান জানান । এসময় আগামী ২৮ জুন ঢাকার ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে অনুষ্ঠিতব্য পীর সাহেব চরমোনাইয়ের মহাসমাবেশকে 'জনতার মহাসমুদ্রে' রূপ দেওয়ার লক্ষ্যে মানুষের মাঝে লিফলেট বিতরণ করা হয়।
এসময় ইসলামী আন্দোলন বাংলাদেশ মাদারীপুরের শিবচর উপজেলা শাখার সভাপতি হাফেজ জাফর আহমাদ, সাধারণ সম্পাদক মোঃ মনিরুল ইসলাম ও সাংগঠনিক সম্পাদক মাওলানা বি.এম. হেমায়েত উদ্দিন, ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ’র মাদারীপুর জেলার শিবচর উপজেলা শাখার সভাপতি মাওলানা মাহফুজুর রহমান, সাধারণ সম্পাদক মাওলানা আবু বক্করসহ উপজেলাসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী, মাদ্রাসা-মসজিদের শিক্ষক-ইমামসহ প্রায় কয়েক শতাধিক মানুষ স্বতঃস্ফূর্তভাবে গণসংযোগে অংশ নেন।