News Link: https://dailylalsobujbd.com/news/2Py
ময়মনসিংহের ফুলপুরে যাত্রীবাহী বাস ও মাহেন্দ্রের মুখোমুখি সংঘর্ষে ছয়জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছে আরো ৫ জন। শুক্রবার (২০ জুন) রাত পৌনে ৯টার দিকে ফুলপুর পৌর শহরের কাজিয়াকান্দা চরপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ জানায়, তারা ধারণা করছেন নিহত ও আহতরা সবাই মাহেন্দ্রর যাত্রী।
দুর্ঘটনার পর ঘটনাস্থলেই বিক্ষুব্ধ জনতা বাসটিতে আগুন ধরিয়ে দেয়। ওই সড়ক দিয়ে বন্ধ হয়ে যায় যানচলাচল। তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় জানা যায়নি।
পুলিশ সুপার কাজী আখতার উল আলম বলেন, থানা পুলিশের সঙ্গে কথা বলে ৬ জনের মৃত্যুর তথ্য পাওয়া গেছে।
তিনি ঘটনাস্থলের দিকে যাচ্ছেন।