News Link: https://dailylalsobujbd.com/news/2OL
ডা. জুবাইদা রহমানের ৫৩তম জন্মদিন উপলক্ষে মঙ্গলবার দুপুর ১ টায় পিরোজপুর সরকারি মহিলা কলেজে ফ্রী মেডিকেল ক্যাম্প, বৃক্ষ রোপণ ও দুস্থদের মধ্যে খাবার বিতরণ করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিরোজপুর সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর রফিকুল ইসলাম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ এর পিরোজপুর জেলার আহ্বায়ক ডা. সিকদার মাহমুদ হোসেন, ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) পিরোজপুর জেলার সদস্য সচিব ডা. মাহবুবা ফেরদৌসি মিথুন ও পিরোজপুর সদর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রিয়াজ মাতুব্বর।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ডা. জুবাইদা রহমান পরিষদ, পিরোজপুর জেলা শাখার আহ্বায়ক এবং পিরোজপুর জেলা ছাত্রদলের সাবেক ছাত্রী বিষয়ক সম্পাদক শাম্মি আক্তার রশ্মি।
অনুষ্ঠানে বক্তারা ডা. জুবাইদা রহমানের মানবিক অবদান ও কর্মনিষ্ঠা নিয়ে আলোচনা করা হয়। একইসঙ্গে তাঁর দীর্ঘায়ু ও সুস্বাস্থ্য কামনা করা হয়।