News Link: https://dailylalsobujbd.com/news/2Nx
পিরোজপুরে পাড়েরহাট সড়কে মোটরসাইকেলের সঙ্গে যাত্রীবাহী বাসের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত হয়েছেন।
শনিবার (১৪ জুন) সকাল ১০.৩০ মিনিটে পিরোজপুর পাড়েরহাট সড়কের বড়পুল নামক এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত মোটরসাইকেল চালক সিহাব খলিফা (২৫) ইন্দুরকানি উপজেলার পাড়েরহাট ইউনিয়েনের হোগলাবুনিয়া গ্রামের বাদশা খলিফার ছেলে।
পিরোজপুর সদর থানার ওসি মো. রবিউল ইসলাম সড়ক দুর্ঘটনায় নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন।
প্রত্যক্ষদর্শী ও থানা সূত্রে জানা গেছে, মোটরসাইকেল চালক সিহাব তার বাড়ি থেকে পিরোজপুর সদরে আসার পথে পাড়েরহাট সড়কের বড়পুল এলাকা থেকে নামার সময় পিছন দিক থেকে আসা একটি যাত্রীবাহী বাস ধাক্কা দেয়। এতে আরোহী সিহাব মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে যায়। গুরতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে পিরোজপুর জেলা হাসপাতালে নিয়ে আসেন। কত্যর্বরত চিকিৎসক গুরুত্বর আহত শিহাবকে প্রাথমিক চিকিৎসা শেষে দ্রুত খুলনা মেডিকেলে নিয়ে যেতে বলেন। কিন্তু হাসপাতাল থেকে বের করার আগেই তার মৃত্যু হয়।
পিরোজপুর সদর থানার ওসি মো. রবিউল ইসলাম জানান, যাত্রীবাহী বাসের ধাক্কায় সিহাব নামে এক যুবক গুরুতর আহত হয়ে হাসপাতালে মারা গেছে। এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।