News Link: https://dailylalsobujbd.com/news/2Ni
ইরানে হামলার পর উদ্ভূত পরিস্থিতিতে ইসরায়েল বিশ্বব্যাপী তার সব কূটনৈতিক মিশন ও দূতাবাস বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে। তা ছাড়া ইসরায়েলি নাগরিকদের সতর্ক থাকার পাশাপাশি ইহুদি বা ইসরায়েলি প্রতীক প্রদর্শন না করার আহ্বান জানিয়েছে।
শুক্রবার (১৩ জুন) এক বিবৃতিতে ইসরাইলের পররাষ্ট্র মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে।
বিবৃতিতে হয়েছে, সাম্প্রতিক পরিস্থিতির কারণে ইসরায়েল তার বৈদেশিক মিশনগুলো সাময়িকভাবে বন্ধ করছে এবং কনস্যুলার সেবাও আপাতত প্রদান করা হবে না।
তবে দূতাবাসগুলো কতদিন বন্ধ থাকবে—সে বিষয়ে কিছু জানানো হয়নি।
বিশ্লেষকরা মনে করছেন, ইরানের বিরুদ্ধে বড় ধরনের হামলার জেরে মধ্যপ্রাচ্য ও আন্তর্জাতিক অঙ্গনে প্রতিশোধমূলক হামলার আশঙ্কায় এই পদক্ষেপ নিয়েছে তেলআবিব। এছাড়া দূতাবাস ও কূটনীতিকদের নিরাপত্তাও এর অন্যতম কারণ হতে পারে।