ঢাকা মুখি যাত্রীদের যানজট নিরসন, অতিরিক্ত ভাড়া আদায় বন্ধ এবং যাত্রী নিরাপত্তা নিশ্চিত করতে হাইওয়ে পুলিশ রংপুর রিজিয়ন বগুড়া- রংপুর- সৈয়দপুর- বাংলাবান্ধা মহাসড়কে ব্যাপক নিরাপত্তা মূলক ব্যবস্থা গ্রহণ করেছে। ইতিমধ্যে মহাসড়কে স্পিড গান সহ আটটি বিশেষ্ চেক পোস্ট স্থাপন করা হয়েছে। গত ৪৮ ঘন্টায় এসব চেকপোস্টে মহাসড়কে আইন অমান্যকারী দের বিরুদ্ধে শতাধিক প্রসিকিউশন দেওয়া হয়। তারাগঞ্জ, বড়দরগা এবং ১০ মাইল চেকপোষ্টে যৌথ বাহিনীরা কাজ করছে।
অত বড় দরগায় পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম নিজেই বিশেষ চেকপোষ্টের নেতৃত্ব দেন। এ সময বিভিন্ন গাড়ির কাগজপত্র পরীক্ষার সহ বিভিন্ন গাড়ির চালকদেরকে সড়ক দুর্ঘটনা এড়াতে গতিসীমা মেনে ধৈর্য সহকারে যানবাহন চালনার অনুরোধ জানান। অতঃপর তিনি মহাসড়কের জংশন পয়েন্ট গোবিন্দগঞ্জ বাজারে হাইওয়ে পুলিশ এবং সেনাবাহিনী সহ বিভিন্ন কাউন্টারে গিয়ে যাত্রী সাধারণের সাথে কুশলাদি বিনিময় করেন। একই সাথে কাউন্টার মাস্টারদের অতিরিক্ত ভাড়া আদায়ের বিষয়ে সতর্ক করেন। এ সময় পুলিশ যাত্রীদেরকে জিজ্ঞেস করছিল তাদের নিকট অতিরিক্ত বাধা ভাড়া আদায় করা হচ্ছে কিনা?
অতঃপর তিনি হাইওয়ে পুলিশের কন্ট্রোলরুমে বসে গোবিন্দগঞ্জ জংশন পয়েন্টে যানজট পরিস্থিতি মনিটরিং করেন। এরপরে হাইওয়ে পুলিশের কন্ট্রোল রুমে আসেন লেফটেন্যান্ট কর্নেল হায়দার। এ সময় পুলিশ সুপার এবং সেনাবাহিনীর গাইবান্ধার সিও গোবিন্দগঞ্জ জংশন পয়েন্টে যান চলাচল স্বাভাবিক রাখার বিষয়ে আলাপ করেন এবং সমন্বিতভাবে কাজ করার উপর গুরুত্ব আরোপ করেন।
ইতিমধ্যে মহাসড়কে ঢাকা মুখি লেনে অতিরিক্ত ফোর্স মোতায়েন করা হয়েছে। গুরুত্বপূর্ণ জংশন পয়েন্টে হাইওয়ে পুলিশ, জেলা পুলিশ এবং সশস্ত্র বাহিনী সমন্বিত ভাবে যানজট নিরসন এবং মহাসড়কে শৃঙ্খলা বজায় রাখতে একসাথে কাজ করছে। পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম বলেন ঈদের আগে এবং পরে সাত দিনে মহাসড়কে বেশ কিছু দুর্ঘটনায় ১৭ জন লোকের প্রাণহানি হয়েছে, এর মধ্যে কয়েকজন পথচারীও রয়েছে । তাই মহাসড়কের দুর্ঘটনা প্রতিরোধে সংশ্লিষ্ট সকলকে ট্রাফিক আইন মেনে ধৈর্য এবং সতর্কতার সাথে যানবাহন চালনা এবং পথচারীদের নিয়ম মেনে চলাচল করার অনুরোধ জানান ।