মিরসরাই সদরের কোর্ট রোডস্থ মিরসরাই সরকারি মডেল উচ্চ বিদ্যালয় মার্কেটের ১৮ নম্বর দোকানে ভয়াবহ চুরির ঘটনা ঘটেছে। স্থানীয় ব্যবসায়ী মোঃ আমিরুল ইসলাম রিপন কর্তৃক মিরসরাই থানায় দায়ের করা এক অভিযোগ সূত্রে জানা যায়, বুধবার ভোর আনুমানিক ৭টার সময় ‘আপন ফ্যাশন’ নামক ব্যবসা প্রতিষ্ঠানে দুর্বৃত্তরা সার্টারের তালা ভেঙে ভেতরে ঢুকে নগদ প্রায় ১,৫০,০০০ টাকা ও মূল্যবান মালামাল চুরি করে নিয়ে যায়।
বৃহস্পতিবার ( ১২ জুন) ভুক্তভোগী রিপন জানান, মার্কেটের অন্যান্য ব্যবসায়ীরা সকালে দোকান খোলার সময় তার দোকানের তালা ভাঙা অবস্থায় দেখতে পান এবং বিষয়টি তাকে মোবাইলে অবহিত করেন। তিনি তাৎক্ষণিক দোকানে এসে ঘটনাস্থল পরিদর্শন করেন এবং দোকানে স্থাপন করা সিসি ক্যামেরার ফুটেজ পর্যালোচনার মাধ্যমে চুরির বিষয়ে নিশ্চিত হন।
তিনি আরও জানান, এর আগেও ঐ মার্কেটে বেশ কয়েকবার চুরির ঘটনা ঘটেছে, যা মার্কেট পরিচালনা কমিটিকে জানানো হলেও কার্যকর কোনো নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়নি। এবারের ঘটনায় মার্কেট পরিচালনা কমিটি ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের পরামর্শে তিনি থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।
মিরসরাই থানার অফিসার ইনচার্জ বিষয়টি নিশ্চিত করে জানান, অভিযোগ পেয়েছি, ঘটনাটি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। চুরি হওয়া টাকার পরিমাণ ও দোকানে সংঘটিত ক্ষতির বিষয়ে এখনও তদন্ত চলছে।
এ ঘটনায় ব্যবসায়ীদের মধ্যে চরম উদ্বেগ ও উৎকণ্ঠা বিরাজ করছে।