News Link: https://dailylalsobujbd.com/news/2Mu
মাদারীপুরেরর শিবচর উপজেলায় সাবেক এক ইউপি সদস্য ও তার দুইভাইয়ের বিরুদ্ধে দুটি মামলায় গ্রেপ্তারের পর মো. লালমিয়া বেপারীর কারামুক্তি উপলক্ষে আলোচনা সভা ও প্রীতিভোজের অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৯ জুন) বিকেলে সন্যাসীর চর ইউনিয়নের রাজারচর মোল্লাকান্দি এলাকায় নিজ বাড়িতে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে গ্রামের ১৫শ মানুষ অংশগ্রহণ করে।
জানা গেছে, নারায়নগঞ্জের ফতুল্লা থানাধীন এলাকার বাসিন্দা জুয়েল রানা গত ১৫ ফেব্রুয়ারি রাজধানী ঢাকার রামপুরা থানায় মানবপাচার আইনে একটি মামলা দায়ের করেন। সেই মামলায় আসামি করা হয় শিবচরের রাজারচর মোল্লাকান্দি গ্রামের শুক্কুর বেপারীর ছেলে ও সন্ন্যাসীরচর ইউনিয়নের সাবেক ইউপি সদস্য লালমিয়া বেপারী এবং তার দুইভাই চাঁন মিয়া বেপারী ও হেয়ায়েত উদ্দিন বেপারীকে। এই মামলায় গত ১৬ ফেব্রুয়ারি মাদারীপুরের শিবচরের পাঁচ্চর থেকে লাল মিয়া বেপারীকে গ্রেফতার করে রামপুরা থানা পুলিশ।
মামলার এজাহারে বলা হয়, ইতালি নেয়ার কথা বলে বাদী ও বাদীর বন্ধুদের কাছ থেকে কয়েক লক্ষ টাকা নেন আসামিরা। পরে ইতালি নিতে ব্যর্থ হলে আদালতে মামলা দুটি দায়ের করেন। আদালত শুনানী শেষে দুটি মামলাই থানা পুলিশকে রেকর্ড করার নির্দেশ দেন।
এরপর ৩ মাস ১৭ দিনপর লাল মিয়া বেপারী জামিনে কারাগার থেকে মুক্তি পান। এরই প্রেক্ষিতে গ্রামবাসীদের নিয়ে মো. চাঁন মিয়া বেপারীর সভাপতিত্বে একটি আলোচনা সভা ও প্রীতিভোজের আয়োজন করা হয়।
এ আলোচনা সভায় গ্রামবাসীরা তাদের বক্তব্য রাখেন এবং তারা লাল মিয়া বেপারীসহ তার পরিবারের সকলের পাশে থাকার অঙ্গিকার বদ্ধ হন। গ্রামবাসীরা বলেন, চাঁন মিয়া বেপারী ও লাল মিয়া বেপারী ভালো মানুষ এবং এলাকার জনপ্রিয় সৎ প্রতিনিধি। জমি সংক্রান্ত বিরোধের জেরে মিথ্যা মামলা দিয়ে লাল মিয়াকে গ্রেপ্তার করানো হয়। আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। যারা মিথ্যা মামলা দিয়ে হয়রানি করেছে তদন্ত সাপেক্ষে প্রশাসনের কাছে কঠিন শাস্তি দাবি করেন গ্রামবাসী।
উল্লেখ্য, সন্যাসীরচর সাবেক এই ইউপি সদস্য ও তার দুইভাইয়ের বিরুদ্ধে দুটি ‘মিথ্যা মামলা’ দিয়ে হয়রানির প্রতিবাদে গত ২৬ মার্চ মানববন্ধন করেন এলাকাবাসী। এরপর, ৫ জুন লাল মিয়া বেপারী জামিনে কারাগার থেকে মুক্তি পান।