News Link: https://dailylalsobujbd.com/news/2Mm
নড়াইলের কালিয়া উপজেলার পুরুলিয়া গ্রামে সেনাবাহিনীর অভিযানে ২৬ বছর বয়সী যুবক সোহান মোল্যার বাড়ি থেকে উন্নতমানের একটি স্নাইপার নাইট্রো রাইফেল উদ্ধার করা হয়েছে। রোববার গভীর রাতে এই অভিযান পরিচালিত হয়।
সেনাবাহিনী সূত্রে জানা গেছে, ৪.৫ ক্যালিবারের টেলিস্কোপিক সাইট ও সাইলেন্সার যুক্ত এই স্নাইপার রাইফেলটি দিয়ে সোহান মোল্যা স্থানীয় বাসিন্দাদের হুমকি দিচ্ছিলেন। দীর্ঘদিন ধরে অবৈধভাবে এই অস্ত্র ব্যবহার করে এলাকায় আতঙ্ক সৃষ্টির অভিযোগ রয়েছে।
গোয়েন্দা তৎপরতা ও পর্যবেক্ষণের ভিত্তিতে নড়াইল ও কালিয়ার সেনাক্যাম্প যৌথভাবে রোববার রাত সাড়ে ১১টা থেকে ভোর ৪টা পর্যন্ত অভিযান পরিচালনা করে। অভিযানের সময় সোহান মোল্যার বাড়িতে তল্লাশি চালিয়ে বিছানার নিচ থেকে রাইফেলটি উদ্ধার করা হয়।
রাইফেলটি উদ্ধার করে পরে কালিয়া থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। কালিয়া থানার ওসি আব্দুল্লাহ আল মামুন অস্ত্র উদ্ধারের সত্যতা নিশ্চিত করে বলেন, “আমরা ইতোমধ্যে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করছি এবং তদন্ত চলছে।”