News Link: https://dailylalsobujbd.com/news/2Mg
কৃষক শ্রমিক জনতা লীগের প্রতিষ্ঠাতা সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকীর স্ত্রী এবং দলের কেন্দ্রীয় কমিটির সদস্য নাসরিন সিদ্দিকী আর নেই। শনিবার (৭ জুন) দিনগত রাত সাড়ে ১১টার দিকে রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭০ বছর।
২২ মে তিনি মস্তিষ্কে রক্তক্ষরণজনিত কারণে অসুস্থ হয়ে স্কয়ার হাসপাতালে ভর্তি হন। দীর্ঘ চিকিৎসা শেষে অবস্থার অবনতি হলে শনিবার রাতে তিনি মৃত্যুবরণ করেন।
নাসরিন সিদ্দিকী কৃষক শ্রমিক জনতা লীগের একজন নিবেদিতপ্রাণ সংগঠক ছিলেন। দলের কেন্দ্রীয় কমিটিতে তিনি গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। তার মৃত্যুতে রাজনৈতিক অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে।
রবিবার (৮ জুন) বাদ জোহর টাঙ্গাইল পিটিআই মাঠে ও বাদ আছর কালিহাতী উপজেলার ছাতিহাটি গ্রামে জানাজা অনুষ্ঠিত হবে। পরে ছাতিহাটি গ্রামেই তাকে দাফন করা হবে।
মরহুমার মৃত্যুর খবর নিশ্চিত করেছেন যুব আন্দোলনের সভাপতি হাবিবুন্নবী সোহেল, যিনি এক ফেসবুক পোস্টে বিষয়টি জানান। কৃষক শ্রমিক জনতা লীগের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক হাবিবুর রহমান তালুকদার খোকাও তার মৃত্যুর বিষয়টি গণমাধ্যমে নিশ্চিত করেন।
নাসরিন সিদ্দিকী তার স্বামী বঙ্গবীর কাদের সিদ্দিকী, এক ছেলে, এক মেয়ে ও লালন-পালন করা আরও এক মেয়ে ছাড়াও অসংখ্য শুভাকাঙ্ক্ষী রেখে গেছেন। তার মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ।