কুমিল্লার তিতাসে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি'র) ২১সদস্য বিশিষ্ট সমন্বয় কমিটি গঠন করা হয়েছে। উপজেলা আহ্বায়ক কমিটির অনুমোদনে আগামী ০৩ (মাস) অথবা আহ্বায়ক কমিটি গঠনের পূর্ব পর্যন্ত ২১সদস্য বিশিষ্ট এই সমন্বয় কমিটি ঘোষনা করা হয়।
বৃহস্পতিবার (৫ জুন) এনসিপি'র ভেরিফাইড ফেইসবুক পেইজ থেকে জাতীয় নাগরিক পার্টি'র সদস্য সচিব আখতার হোসেন ও দক্ষিন অঞ্চলের মূখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ'র যৌথ স্বাক্ষরিত একটি সাদা কাগজের পেইডে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এই ২১সদস্য বিশিষ্ট সমন্বয় কমিটি অনুমোদন দেওয়া হয়।
নবগঠিত কমিটতে প্রধানসমন্বয়কারী পদে সাঈদ আহাম্মেদ সরকারকে ও যুগ্ম সমন্বয়কারী পদে ইঞ্জি মাসুদ রানাসহ আরো ৩জন যুগ্ম সমন্বয়কারী ও ১৬জনকে সদস্য করে সর্বমোট ২১সদস্য বিশিষ্ট এই কমিটি অনুমোদন দেওয়া হয়।
দলের অন্যন্য যুগ্ম সমন্বয়কারী'রা হলেন, মামুন রশিদ, মোহাম্মদ লুৎফর, মেহেদী হাসান মুন্সী। সদস্যরা হলেন, রুহুল আমিন, মোঃ সুমন মিয়া, বিল্লাল হোসেন, আনিসুর রহমান, ইমন ভূঁইয়া, মোঃ ইকবাল, কবির হোসেন সওদাগর, কবির হোসেন সিকদার, মোঃ আহনাফ, মোঃ জামান, আছিয়া খাতুন, সাগর হাসান, পুলক সরকার, ইকবাল হোসাইন, মোঃ বিল্লাল আহমেদ, সায়মন আহমেদ প্রমুখ। দ্রুততার সাথে এ সমন্বয় কমিটি তিতাস উপজেলা এনসিপি'র আহ্বায়ক কমিটি গঠনে কাজ করবে বলে দলটি থেকে নিশ্চিত করা হয়।