News Link: https://dailylalsobujbd.com/news/2LF
আসন্ন ঈদুল আযহা কে কেন্দ্র করে হাইওয়ে পুলিশ রংপুর রিজিয়ন সর্বাত্মক প্রস্তুতি গ্রহণ করেছে । বগুড়া -রংপুর -সৈয়দপুর -দশ মাইল বাংলাবান্ধা এই ২৫০ কিলোমিটারের মহাসড়কটি যানজট মুক্ত এবং অপরাধমুক্ত রাখতে ইতিমধ্যে হাইওয়ে পুলিশের সাতটি থানায় তিন শতাধিক ফোর্স মোতায়েন করা হয়েছে। এছাড়াও হাইওয়ে পুলিশ, সংশ্লিষ্ট জেলা পুলিশ এবং বাংলাদেশ সশস্ত্র বাহিনীর সাথে সমন্বিতভাবে মহাসড়কের যানজট নিরসন নিরাপত্তা পরিস্থিতির উন্নতি এবং কোরবানির পশু পরিবহন নির্বিঘ্ন করতে কাজ করছে। গতকাল রাতে হাইওয়ে পুলিশ হেডকোয়ার্টার্সের ডিআইজি পশ্চিম জনাব আবুল কালাম আজাদ রংপুর রিজিয়ন এর গুরুত্বপূর্ণ জংশন পয়েন্ট গোবিন্দগঞ্জ বাজার এবং মায়া মনি গোল চত্বর পরিদর্শন শেষে সাংবাদিকদের এই কথা বলেন। এ সময় তার সাথে ছিলেন হাইওয়ে পুলিশ রংপুর রিজিয়নের পুলিশ সুপার জনাব মোহাম্মদ তারিকুল ইসলাম, গোবিন্দগঞ্জ হাইওয়ে থানার অফিসার ইনচার্জ, গোবিন্দগঞ্জ লোকাল থানার অফিসার ইনচার্জ এবং গোবিন্দগঞ্জের টিআই উপস্থিত ছিলেন।
ডিআইজি আবুল কালাম আজাদ বলেন ইতিমধ্যে মহাসড়কে গাড়ির এবং পশুবাহী ট্রাকের চাপ বেশ বেড়েছে । হাইওয়ে পুলিশের এবং অন্যান্য বাহিনীর সমন্বিত তৎপরতার কারণে কোথাও খুব একটা যানজট সৃষ্টি হয়নি। তবে গোবিন্দগঞ্জ এবং পলাশবাড়ীতে রাস্তা মেরামত মেরামতজনিত কারণে সেই এলাকায় একটু ধীরগতিতে যানবাহন চলছে। তিনি বলেন "রংপুর বিভাগে এবারের ঈদ যাত্রা হবে নিরাপদ, যানজটমুক্ত এবং স্বস্তি দায়ক ইনশাল্লাহ ।" পুলিশ সুপার জানান যে গুরুত্বপূর্ণ জংশন পয়েন্ট গোবিন্দগঞ্জ বাজার, শঠিবাড়ী বাজার, মিঠাপুকুর, পলাশবাড়ি বাজার, পাগলা পীরের বাজার, সৈয়দপুর শুটকির মোড়, ১০ মাইল বাজার সহ মহাসড়কের গুরুত্বপূর্ণ স্থানে হাইওয়ে পুলিশ নিরাপত্তার জোরদার করেছে। হাইওয়ে পুলিশ এবং সশস্ত্র বাহিনী সমন্বিতভাবে বাসে তল্লাশি এবং মোটরযানের কাগজপত্র পরীক্ষা করা হচ্ছে।
গতকাল মধ্যরাত থেকে ভোর রাত থেকে সকাল পর্যন্ত মহাসড়কের বিভিন্ন স্থানে পুলিশ সুপার মহোদয় পুলিশের ডিউটি তদারকি কালে তিনি বলেন মহাসড়কের বিভিন্ন স্থানে হাইওয়ে পুলিশের সাথে সেনাবাহিনী এবং জেলা পুলিশ সমন্বিতভাবে কাজ করছে। আগামীকাল থেকে পুলিশের সাথে আনসাররা কাজ করবে। এর ফলে মহাসড়কে জন নিরাপত্তার কাজের গতি আরো বৃদ্ধি পাবে ।
গোবিন্দগঞ্জে এবং পুলিশ সুপারের অফিসে কন্ট্রোল রুম খোলা হয়েছে। পুরো গোবিন্দগঞ্জে জংশন পয়েন্টে নজরদারি করা হচ্ছে। যাত্রীদের অনলাইনে যেকোনো তথ্য প্রদানের জন্য জন্য হাইওয়ে পুলিশের অ্যাপস কেন্দ্রীয়ভাবে চালু করা রয়েছে । যেকোনো প্রতিকূল পরিস্থিতিতে যাত্রীদেরকে হাইওয়ে পুলিশের অ্যাপস ব্যবহার করার জন্য পরামর্শ দেওয়া যাচ্ছে। সব মিলিয়ে এবারে উত্তরবঙ্গের মানুষের ঈদ যাত্রা তুলনামূলকভাবে স্বস্তিদায়ক হচ্ছে বলে মনে করছেন ঢাকা থেকে আগত যাত্রীরা।
হাইওয়ে পুলিশ রংপুর রিজিয়ন জনগণের এই যাত্রায় ট্রাফিক আইন মেনে চলার জন্য সংশ্লিষ্ট সবাইকে অনুরোধ করেন এবং স্থানীয় জনসাধারণকে হাইওয়ে পুলিশকে সহযোগিতার আহ্বান জানান।