News Link: https://dailylalsobujbd.com/news/2Ln
মাদারীপুরের শিবচর উপজেলায় প্রোগ্রাম অন এগ্রিকালচারাল অ্যান্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন এন্টারপ্রেনারশিপ এন্ড রেজিলিয়েন্স ইন বাংলাদেশ (পার্টনার) প্রকল্পের আওতায় কৃষকদের নিয়ে পিএফএস কংগ্রেস-২০২৫ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (০২ জুন) দুপুরে উপজেলা কৃষি অফিসের আয়োজনে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
শিবচর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও)পারভীন খানম এর সভাপতিত্বে অনুষ্ঠিত পিএফএস কংগ্রেস অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মাদারীপুরের কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক ড. সন্তোষ চন্দ্র চন্দ।
এসময় উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ রফিকুল ইসলাম, প্রকল্পের মনিটরিং অফিসার মো: হাফিজ হাসান, উপজেলা যুব উন্নয়ন অফিসার বেল্লাল হোসেন, কৃষি সম্প্রসারণ অফিসার আফরিনা আলী, উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষণ অফিসার মিজানুর রহমান, উপ–সহকারী কৃষি অফিসারগণ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গসহ বিভিন্ন ইউনিয়নের উদ্যোক্তা ও প্রান্তিক ১০০ জন কৃষক-কৃষাণী উপস্থিত ছিলেন।