চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের সহ-সাধারণ সম্পাদক ইফতেখার মাহমুদ জিপসনকে কারাগারে পাঠিয়েছে আদালত। আজ রবিবার (১ জুন) চট্টগ্রাম আদালতে হাজির হয়ে জামিন আবেদন করলে আদালত তা নামঞ্জুর করেন এবং তাকে কারাগারে প্রেরণের নির্দেশ দেন।
জানা গেছে, গত ২৬ মার্চ চট্টগ্রামের মিরসরাইয়ের বারইয়ারহাটে বিএনপির দুই গ্রুপে সংঘর্ষে সংঘটিত এক রাজনৈতিক সংঘর্ষের ঘটনায় দায়ের করা মামলার আসামি ছিলেন জিপসন। ওই ঘটনায় সুমন নামের একজন বাদী হয়ে মামলা দায়ের করেন। মামলার ধারায় গুরুতর অপরাধের অভিযোগ থাকায় জামিন মঞ্জুর না করে আদালত তাকে জেল হাজতে প্রেরণের আদেশ দেন। এসময় মামলার বাদী আদালতে উপস্থিত ছিলেন। এসময় বারইয়ারহাট পৌরসভা বিএনপি’র সাবেক আহবায়ক দিদারুল আলম মিয়াজি -কে পাশে থাকতে দেখা যায়।
এদিকে জিপসনের গ্রেফতার ও কারাগারে পাঠানোর ঘটনায় যুবদলের নেতাকর্মীদের মধ্যে উত্তেজনা বিরাজ করছে। এ বিষয়ে এখনো দলীয়ভাবে আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া জানানো হয়নি।
এ বিষয়ে পরবর্তী শুনানির তারিখে আইনি পদক্ষেপ শিগগিরই নির্ধারণ করা হবে বলে আদালত সূত্রে জানা গেছে।