News Link: https://dailylalsobujbd.com/news/2Js
মিরসরাই উপজেলা প্রেস ক্লাবের উদ্যোগে এক হৃদয়স্পর্শী সংবর্ধনা সভা ও বর্ণিল ফল উৎসব অনুষ্ঠিত হয়েছে। বিদায়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও প্রেস ক্লাবের সহযোগী সদস্য মাহফুজা জেরিনকে সম্মাননা প্রদান উপলক্ষে এ আয়োজন করা হয়। , সদ্য পদোন্নতিজনিত বিদায় উপলক্ষে প্রেস ক্লাব তার সাংবাদিকদের সাথে ঘনিষ্ঠ ও সমন্বিত কাজের স্বীকৃতি স্বরূপ এই সংবর্ধনা প্রদান করে।
উপজেলা প্রেস ক্লাব কার্যালয়ে আয়োজিত এই অনুষ্ঠানে বাহারি মৌসুমি ফল দিয়ে সাজানো হয় ফল উৎসব। প্রতি বছরের মতো এবারও সাংবাদিকদের এই স্বতঃস্ফূর্ত আয়োজন সকলের প্রশংসা কুড়ায়।
সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রেস ক্লাব সভাপতি নয়ন কান্তি ধুম এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক আনোয়ারুল হক নিজামী। এতে উপস্থিত ছিলেন সভায় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাচন কর্মকর্তা জাকির হোসেন, কৃষি কর্মকর্তা প্রতাপ চন্দ্র রায় যুব উন্নয়ন কর্মকর্তা শাহ আলম পৌরসভা বিএনপি’র সদস্য সচিব কামরুল হাসান লিটন, মার্কেট কমিটির সভাপতি জাফর আলম, ডাঃ সালাউদ্দিন, সাংবাদিক বিপুল দাস, নাছির উদ্দিন, রণজিত ধর, রাজীব মজুমদার, ইকবাল হোসেন, বাবলু দে, ইমাম হোসেন, দিদারুল আলম, কামরুল হোসেন, আবদুল মান্নান রানা, বাচ্চু পাটোয়ারী কমল, এমদাদুল হক ভূঁইয়া, রবি করিম, জিয়াউর রহমান জিতু, প্রমূখ।
বক্তারা বলেন, বিদায়ী ইউএনও মাহফুজা জেরিন একজন চৌকস প্রশাসক হিসেবে সাংবাদিকদের সঙ্গে তথ্যের আদান-প্রদানে সর্বদা সহযোগিতা করে গেছেন। তার এই ভূমিকা সংবাদ পেশা ও সংগঠনের উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রেখেছে।