News Link: https://dailylalsobujbd.com/news/2IO
সোমবার (২৬ মে) সকাল ১১টায় মাদারীপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। মাদারীপুর সাংবাদিক ইউনিয়নের ব্যানারে জেলা ও উপজেলায় কর্মরত গণমাধ্যমকর্মীরা অংশ নেন।
এ সময় গণমাধ্যমর্কীরা বলেন, গত ২০ মে-২০২৫ ইং সকালে রাজৈর থানাধীন কুঠিবাড়ি এলাকায় নিজবাড়ির সামনে দাঁড়িয়ে পত্রিকা পড়ছিলেন রাজৈর উপজেলা মফস্বল সাংবাদিক ফোরামের সভাপতি ও দৈনিক ডেসটিনি পত্রিকার মাদারীপুর জেলা প্রতিনিধি এসএম ফেরদাউস হোসাইন। হঠাৎ কয়েকজন দুর্বৃত্ত ইজিবাইকযোগে এসে লাঠিশোঠা ও লোহার রড দিয়ে এস এম ফেরদাউস-এর উপর অতর্কিত হামলা চালায়। এ সময় ওই সাংবাদিককে পিটিয়ে গুরুতর আহত করে। তার ডাকচিৎকারে আশপাশের লোকজন এগিয়ে আসলে দ্রুত পালিয়ে যায় হামলাকারীরা। পরে গুরুতর অবস্থায় ফেরদাউসকে উদ্ধার করে ভর্তি করা হয় রাজৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে। এই ঘটনায় রাজৈর থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। তবে, এখনও কাউকেই গ্রেফতার করতে পারেনি পুলিশ। এই হামলার ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেফতারের দাবি জানান বক্তারা। তা না হলে আগামীতে বৃহত্তর আন্দোলনের ঘোষণা দেয়া হয়।
মাদারীপুরের রাজৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদ খান বলেন, ‘সাংবাদিক এস এম ফেরদাউস-এর উপর হামলার ঘটনায় জড়িতদের ধরতে পুলিশ কাজ করছে। এব্যাপারে তদন্ত চলমান। তবে থানায় লিখিত অভিযোগ দিয়েছেন সাংবাদিকের পরিবার।