অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস চলমান রাজনৈতিক সংকটে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন এবং তিনি পদত্যাগের বিষয়টি গুরুত্ব সহকারে বিবেচনা করছেন বলে জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম।
বৃহস্পতিবার (২২ মে) সন্ধ্যায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় অধ্যাপক ইউনূসের সঙ্গে এক ঘণ্টাব্যাপী বৈঠকে মিলিত হন নাহিদ ইসলাম। বৈঠক শেষে বিবিসি বাংলাকে তিনি বলেন, “স্যার (অধ্যাপক ইউনূস) বলছেন, যদি কাজ করতে না পারি, তাহলে থেকে কী লাভ? আমি তো এভাবে কাজ চালিয়ে যেতে পারব না।”
নাহিদ জানান, অধ্যাপক ইউনূস চলমান আন্দোলন ও রাজনৈতিক চাপের মধ্যে নিজেকে “জিম্মি” মনে করছেন এবং দেশের কাঙ্ক্ষিত পরিবর্তনের লক্ষ্যে কাজ করতে পারছেন না বলে মন্তব্য করেছেন।
গণঅভ্যুত্থানের পর গঠিত এই নতুন রাজনৈতিক দলের নেতা নাহিদ ইসলাম অধ্যাপক ইউনূসকে অনুরোধ করেন যেন তিনি দৃঢ় থাকেন এবং সকল রাজনৈতিক দলের সঙ্গে ঐক্যের ভিত্তিতে কাজ চালিয়ে যান।
তিনি আরও বলেন, “আমরা তাকে বলেছি, আমাদের জাতীয় নিরাপত্তা, গণআকাঙ্ক্ষা ও ভবিষ্যতের কথা চিন্তা করে তিনি যেন সিদ্ধান্ত নেন। আমরা আশা করি, সব দল তার সঙ্গে সহযোগিতা করবে।”
এনসিপি সূত্র জানিয়েছে, সন্ধ্যা ৭টা থেকে রাত ৮টা পর্যন্ত এ বৈঠক অনুষ্ঠিত হয়। নাহিদের সঙ্গে উপস্থিত ছিলেন দলটির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ এবং উপদেষ্টা মাহফুজ ইসলাম।
বর্তমান রাজনৈতিক অনিশ্চয়তার মাঝে অধ্যাপক ইউনূসের পদত্যাগের সম্ভাবনা নতুন করে উদ্বেগ তৈরি করেছে রাজনৈতিক অঙ্গনে। তবে তিনি এখনও চূড়ান্ত সিদ্ধান্ত নেননি বলে জানিয়েছেন নাহিদ ইসলাম।