ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র পদে বিএনপি নেতা ইশরাক হোসেনকে ঘোষণার দাবিতে লাগাতার কর্মসূচির ষষ্ঠ দিনেও উত্তপ্ত রইল নগর ভবন এলাকা। সকাল থেকে প্রচণ্ড রোদ উপেক্ষা করেই হাজার হাজার নেতা-কর্মী ও ইশরাক সমর্থক জড়ো হন নগর ভবনের সামনে।
মঙ্গলবার (২০ মে) সকাল ১১টায় জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে শুরু হয় অবস্থান কর্মসূচি। এরপর গানে গানে ও স্লোগানে মুখর হয়ে ওঠে নগর ভবনের আশপাশের অঞ্চল। জাতীয়তাবাদী শিল্পীগোষ্ঠী ট্রাকের উপর অস্থায়ী মঞ্চে একে একে পরিবেশন করেন— ‘প্রথম বাংলাদেশ আমার শেষ বাংলাদেশ’, ‘আসছে আসছে ইশরাক আসছে’, ‘জিয়া তুমি আমার অহংকার’, ‘এমন একটা মা দে না’ প্রভৃতি গান। এই আয়োজনের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন খ্যাতনামা সুরকার ইথুন বাবু।
প্রতিটি গানের ফাঁকে ফাঁকে উঠে আসে নানা স্লোগান— “ইশরাক তোমার ভয় নাই”, “রাজপথ ছাড়ি নাই”, “শপথ নিয়ে টালবাহানা চলবে না”, “আমাদের দাবি মেনে নাও” ইত্যাদি।
বিক্ষোভকারীদের চাপ এতটাই বেড়ে যায় যে নগর ভবনের মূল সড়ক ছাড়িয়ে ফুলবাড়িয়া, গুলিস্তান, বঙ্গবাজার, গোলাপ শাহ মাজার এলাকা পর্যন্ত ছড়িয়ে পড়ে অবস্থান। ফলে বন্ধ হয়ে যায় গুরুত্বপূর্ণ সড়কগুলো, স্থবির হয়ে পড়ে অফিসগামী মানুষের যাতায়াত।
‘ঢাকাবাসী’ ব্যানারে আয়োজিত এই কর্মসূচিতে বিএনপি, যুবদল, ছাত্রদল, মহিলা দল, শ্রমিক দলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা অংশ নেন। উপস্থিত ছিলেন দক্ষিণ সিটির বিভিন্ন ওয়ার্ডের সাবেক কাউন্সিলররাও।
নগর ভবনের মূল ফটকে তালা লাগিয়ে দেওয়াসহ বন্ধ করে দেওয়া হয়েছে লিফট, অফিস কক্ষ ও সেবা কার্যক্রম। ফলে প্রতিদিনের মতো আজও দূরদূরান্ত থেকে আসা সেবাপ্রত্যাশীদের ফিরে যেতে হয়েছে খালি হাতে।
বিক্ষোভকারীদের একটাই দাবি— জনগণের ভোটে বিজয়ী ইশরাক হোসেনকে দ্রুত মেয়র হিসেবে ঘোষণা ও শপথগ্রহণ নিশ্চিত করতে হবে।
এই প্রতিবেদন লেখা পর্যন্ত ডিএসসিসি প্রশাসনের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।